দু’বছরে আমার সাথে যা হয়েছে আজ বলবো : মিলা
দু'বছরে আমার সাথে যা হয়েছে আজ বলবো : মিলা
সম্প্রতি শ্বশুরবাড়ির 'নির্যাতন' ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ করেছিলেন কণ্ঠশিল্পী মিলা । সবমিলিয়ে মিলার ফেসবুক পোস্ট ছিল 'বেদনাময়।' এসব নিয়েই আজ সাংবাদিকদের সাথে কথা বলবেন মঞ্চ মাতানো এই শিল্পী। আজ বিকেলে বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রিতে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলন।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে মিলা ইসলাম বলেন, শেষ দু'বছর আসলেই আমার সাথে কী হয়েছে, কীসের ভেতর দিয়ে যাচ্ছি আমি- আমার মানসিক অবস্থা কোন পর্যায়ে চলে যাচ্ছে আমি সব খুলে বলবো।
তিনি বলেন, আমার কোনো শক্তি নেই। কিন্তু আমার সাথে অন্যায় করে, কেউ শক্তির অপব্যবহার করে পার পেয়ে যাবে, শক্তির অপব্যবহার করে আমাকে আঘাত করে যাবে আমি মেয়ে বলে চুপ করে থাকবো? আপনারা (সাংবাদিকেরা) আসুন। আমি সবিস্তারে বলবো।
মিলা গত ১৮ এপ্রিল নিজের ফেসবুকে লেখেন, 'আমি এখন বলতেও পারি নাই শে...














