অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
ভারতের উত্তর প্রদেশের (ইউপি) সম্বল এলাকায় সন্ত্রাসীদের তাড়া করছিল পুলিশ। সন্ত্রাসীরা প্রাণপণে পালাচ্ছে। এক পর্যায়ে দুর্বৃত্তদের কাবু করার জন্য পুলিশদল গুলি শুরু করে। গুলি শুরু হলো। এ সময় তাদের সঙ্গে ছিলেন থানার দারোগাও। কিন্তু দেখা গেল তার হাতের পিস্তলটি জ্যাম হয়ে গেছে। গুলি ছুটছে না। তখন তিনি এক অদ্ভুত কাণ্ড করলেন- মুখ দিয় ঠা ঠা আওয়াজ শুরু করলেন।
এই ঘটনা নিয়ে ইউপি পুলিশ ব্যাপক ঠাট্টা মশকরার শিকার হচ্ছে এখন সামাজিক মাধ্যমে। কারণ ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওটি ভাইরাল হয়ে পড়ায় ইউপি পুলিশকে নিয়ে ব্যাপক ঠাট্টা মশকরার সমান্তরালে সামভাল জেলা এসপি বলেছেন, এ বিষয়ে পুলিশ কর্মীদের প্রশিক্ষিত করা হবে।
ভারতীয় পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্তকে পুলিশ ঘিরে ফেলেছিল। এ সময় তাদের কাবু করার জন্য গুলি ছোড়ে পুলিশ। সন্ত্রাসীরা গুলি করেনি। কিন্তু দারোগা সা...









