‘আমাকে খুশি করো, কাজ দেব’ : রিচা ভদ্র
স্টার প্লাসে ‘খিচড়ি’ সিরিয়ালটির প্রচার শুরু হয়েছিল ২০০২ সালের ১০ সেপ্টেম্বর। সেখানে ‘চাক্কি পারেখ’ চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী রিচা ভদ্র। এরপর তিনি অভিনয় করেন স্টার ওয়ানের আরেকটি সিরিয়ালে, নাম ‘ইনস্ট্যান্ট খিচড়ি’ (২০০৫)। একই সময়ে স্টার প্লাসের ‘বা বহু ঔর বেবি’ সিরিয়ালে অভিনয় করেন। এই কমেডি সিরিজে তাঁর চরিত্রটির নাম ‘মিতালি পারভিন থাক্কার’। এরপর রিচা ভদ্র অভিনয় করেন সব টিভির ‘মিসেস টেন্ডুলকার’ নামে আরেকটি কমেডি সিরিজে। এই তিনটি হিন্দি সিরিয়ালে কাজ করে দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হন তিনি। কিন্তু এরপর তাঁকে আর দেখা যায়নি। কয়েক বছর পর মুখ খুললেন। এবার টাইমস অব ইন্ডিয়াকে রিচা ভদ্র জানালেন, কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি।
রিচা ভদ্র বলেন, ‘গোড়াতে তেমন সমস্যা হয়নি। কারণ শুরুতে আমি ছিলাম শিশুশিল্পী। তখন আমার পরিবারের কেউ সব সময় আমার সঙ্গে থাকতেন। আমার বিয়ের পর যখন কাজের ব্যাপারে আলোচনা করি...