১৪ বছর পর অপি করিম
১৪ নভেম্বর কলকাতার ফোরাম মলের সামনে অপেক্ষা করছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম । উদ্দেশ্য রাতের খাবার খাওয়া আর খাওয়ার ফাঁকে ফাঁকে ডেব্রি অব ডিজায়ার–এর গল্প শোনা। গল্পের জন্য বেছে নেওয়া হলো দেশপ্রিয় পার্কের পাশেই নায়ক দেবের টলি টেলস রেস্টুরেন্ট। জানতে চাই, আপনি কি দেবের ভক্ত, না তাঁর রেস্তোরাঁর?
চেনা হাসি দেন অপি। বললেন, ‘এই রেস্তোরাঁ সিনেমার উপাদান দিয়ে সাজানো। এমন পরিবেশে আমার সিনেমা নিয়ে গল্প করতে ভালো লাগবে মনে হয়।’
নিজে একজন স্থপতি বলেই কিনা যেখানে যান সবার আগে তাঁর নজর কাড়ে ইন্টেরিয়র। আমরা বসতে বসতে আলাপ শুরু করি। ততক্ষণে সঙ্গের আরেক বাংলাদেশি অভিনেতা মুস্তাফিজ শাহীন এবং ডেব্রি অব ডিজায়ার-এর বাংলাদেশের নির্বাহী প্রযোজক অম্লান বিশ্বাসও যোগ দিয়েছেন। মেন্যু হাতে তুলে নিলেন অপি করিম।
কলকাতার গল্প
খবরটা আগেই জানা হয়ে গিয়েছিল। ১৪ বছর পর নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অপি করিম। অবশ...