শিশু কথা বলছে না ? জেনে নিন স্পিচ থেরাপির বিস্তারিত
স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা, যা কোনো ব্যক্তি বা শিশুর কথা বলা, ভাষা শিক্ষা এবং যোগাযোগ দক্ষতার উন্নয়নে কাজ করে। এ ছাড়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির সাহায্যে ব্যক্তির খাবার খাওয়ার সমস্যা (চিবানো ও গেলার) চিকিৎসা প্রদান করা হয়।
কখন প্রয়োজন স্পিচ থেরাপি
শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই তার ভাষা শিক্ষা শুরু হয়ে যায়। কখনো কখনো শিশুরা সঠিক সময়ে কথা বলা বা ভাষার মাধ্যমে যোগাযোগ করে না। তখন শিশুদের কথার বলার জড়তা বা ইতস্ততভাব দূর করতে এবং কথা বলার অসুবিধা কাটিয়ে উঠতে স্পিচ থেরাপির প্রয়োজন হয়। শিশুর ক্ষেত্রে নিম্নলিখিত সমস্যা থাকলে স্পিচ থেরাপির প্রয়োজন হয়—
শিশুর অটিজমস স্পেকট্রাম ডিসঅর্ডার থাকলে
সেরিব্রাল পালসি কিংবা ডাউন সিনড্রোম থাকলে
গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হলে
ডেভেলপমেন্টাল ডিলে বা উচ্চারণগত সমস্যা দেখা দিলে
ভয়েস ...














