Monday, February 17
Shadow

চীনের বার্ষিক সেবা বাণিজ্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে

চীনের বার্ষিক সেবা বাণিজ্য ২০২৪ সালে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, যা এ খাতে সুবিশাল প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যে জানা গেল এ খবর।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৪ সালে চীনের সেবা খাতে আমদানি-রপ্তানির মোট মূল্য ৭.৫ ট্রিলিয়ন ইউয়ান ছুঁয়েছে, যা আগের বছরের চেয়ে ১৪.৪ শতাংশ বেশি।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সেবা রপ্তানি ১৮.২ শতাংশ এবং আমদানি ১১.৮ শতাংশ হারে বেড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা একাডেমির গবেষক লি চুন বলেন, ‘ডিজিটালাইজেশন, স্মার্ট প্রযুক্তির অগ্রগতি এবং সবুজ উন্নয়নের বৈশ্বিক প্রবণতার মাধ্যমে, ২০২৪ সালে চীনের সেবা বাণিজ্য বেড়েছে, এর কাঠামো আরও সুসংগঠিত হয়েছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বেড়েছে।’

ভিসা-ফ্রি ট্রানজিট নীতির শিথিলতাও বিদেশি পর্যটকদের আগমনে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

তথ্যে আরও জানানো হয়, এ সময় চীনের ডিজিটাল সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ও কনটেন্ট আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য জনপ্রিয়তা পেয়েছে। চীনা গেম ব্ল্যাক মিথ: উখং থেকে শুরু করে চীনা চলচ্চিত্র ও টিভি সিরিজ এখন বিশ্বময় ছড়িয়ে পড়ছে। পাশাপাশি ইন্টারনেটে চীনা সাহিত্যও আন্তর্জাতিক পাঠকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করছে।

২০২৩ সালের আগস্টে চীন সরকার সেবা বাণিজ্যের মানসম্পন্ন উন্নয়ন নিশ্চিত করতে উচ্চমানের উন্মুক্ত বাণিজ্য নীতির নির্দেশিকা প্রকাশ করে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!