চীনের উত্তরাঞ্চলের কয়লা সমৃদ্ধ শানসি প্রদেশ ২০২৪ সালে ১৩.৪ বিলিয়ন ঘনমিটার কয়লা-বেড মিথেন উৎপাদন করে রেকর্ড স্থাপন করেছে, যা আগের বছরের তুলনায় ১৮.৯ শতাংশ বেশি। সম্প্রতি এই তথ্য জানিয়েছে প্রাদেশিক পরিসংখ্যান ব্যুরো।
কয়লা-বেড মিথেন হলো কয়লা উৎপাদনের একটি উপজাত। এই অপ্রচলিত প্রাকৃতিক গ্যাস মূলত মিথেন দিয়ে তৈরি এবং কয়লার স্তর থেকে উৎপাদিত হয়।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটাকে স্থিতিশীলভাবে উত্তোলন করা যায় এবং এটি পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। বর্তমানে শানসি প্রদেশে এটাকে বড় আকারে অনুসন্ধান ও ব্যবহার করা হচ্ছে। এ প্রক্রিয়ার মাধ্যমে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। শানসি প্রদেশে কয়লা-বেড মিথেনের মজুদ প্রায় ৮.৩১ ট্রিলিয়ন ঘনমিটার, যা দুই হাজার মিটার গভীরে এবং এটি চীনের মোট মজুদের প্রায় এক-তৃতীয়াংশ।
সূত্র: সিএমজি