Tuesday, December 24
Shadow

চুপচাপ বিয়ে সেরে নিলেন এই বাঙালি অভিনেত্রী

অভিনেত্রী১২ ডিসেম্বর গোটা মুম্বই যখন ঈশা অম্বানি-আনন্দ পিরামলের বিয়ে নিয়ে ব্যস্ত, সেই সময় পঞ্জাবে গিয়ে দীর্ঘদিনের বান্ধবী গিনির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কপিল শর্মা।

বলিউডে যেন বিয়ের মরশুম চলছে। রণবীর সিং-দীপিকা পাডুকন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের নিয়ে কম চর্চা হয়নি। সম্প্রতি পরিচালক দিনেশ ভিজনও গাঁটছড়া বাঁধেন। ফিল্মি দুনিয়ার পাশাপাশি পিছিয়ে নেই টেলি টাউনও। ১২ ডিসেম্বর গোটা মুম্বই যখন ঈশা অম্বানি-আনন্দ পিরামলের বিয়ে নিয়ে ব্যস্ত, সেই সময় পঞ্জাবে গিয়ে দীর্ঘদিনের বান্ধবী গিনির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কপিল শর্মা। গিনি-কপিলের বিয়ের পর এবার ছাদনাতলায় গিয়ে চটপট সাতপাকে বাঁধা পড়ে গেলেন শ্বেতা বসু প্রসাদ।

কি একটু গোলমেলে ঠেকছে নাকি নাম শুনে? ‘মকড়ি’-র সেই ছোট্ট মেয়েটির কথা মনে আছে? হ্যা সেই শ্বেতা বসু প্রসাদ অর্থাত টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘চন্দ্রনন্দিনী’-ই এবার বিয়েটা সেরে ফেললেন তাঁর মনের মানুষ রোহিত মিত্তলের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!