রমজান মাস আসন্ন। আর পবিত্র এই মাসকে সামনে রেখে কেনাকাটায় বড় ধরনের ছাড় দেয়া হবে আরব আমিরাতের আবুধাবিতে । এই রমজানে নাগরিকেরা খাবারপণ্য কিনতে ভর্তুকি সুবিধা পাবে।
‘স্মার্ট পাস ডিজিটাল প্লাটফর্ম’ পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই এসব পণ্য কিনতে পারবে। এমনকি তাদেরকে ‘হোম ডেলিভারী’ সুবিধাও দেয়া হবে।
জানা গেছে, রমজান মাসে আবুধাবিতে , আল দাফরা এবং আল আইনের তিনটি পৌরসভার অর্ন্তভূক্ত এলাকার বাসিন্দারা কেনাকাটায় ওই ছাড় পাবেন। এই ডিজিটাল প্লাটফর্মের সুবিধা পাবেন ৭০ হাজার নিবন্ধিত বাড়ির বাসিন্দারা।
১৩৯টি খাদ্যপণ্যকে এই তালিকায় রাখা হয়েছে। ৬টি খাদ্যভান্ডার থেকে খাদ্যপণ্যগুলো সরবরাহ করা হবে। এ জন্য রমজানের আগেই নতুন দোকান খোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আর এই বর্ধিত চাহিদা মেটাতে ১০০০ হাজার টনেরও বেশি চাল মজুত করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র : খালিজ টাইমস