Thursday, March 13

ঊর্মিলা ছদ্মবেশী ভিক্ষুক এবং এক অপরূপা সুন্দরী

ঊর্মিলা

ঊর্মিলা ছদ্মবেশী ভিক্ষুক এবং এক অপরূপা সুন্দরী। পুরান ঢাকায় হঠাৎ তার আগমন ঘটে। কিন্তু আসলে ভিক্ষুক বেশে এখানে তার আসার উদ্দেশ্য অন্য। এটি রহস্যজনক একটি বিষয়।  তার এই রহস্য জানার জন্য দেখতে হবে নাটক ‘আইজু দা ভাই’। এটিতে তিনি জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলনের সঙ্গে। ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হকের রচনায় এটি নির্মাণ করেছেন ফিরোজ কবির ডলার। আসছে ঈদে দীপ্ত টিভিতে এটি প্রচার হবে। ঊর্মিলা বলেন, ঈদের জন্য নির্মিত এই নাটকটির গল্প দারুণ।

আমার চরিত্রটিও বেশ মজার। অনেক আনন্দের সঙ্গে নাটকের শুটিং করেছি। এদিকে বর্তমানে ধারাবাহিক নাটকেও এই অভিনেত্রী বেশ ব্যস্ত সময় পার করছেন।  সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’ ও  জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’সহ কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে এই অভিনেত্রীর।

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR3u7SUbGRYOrtftvgpHqglgnvhNW6qUeUFFZVgUi-fL7vugbl8l5WN5yp4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *