class="post-template-default single single-post postid-14265 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

ফ্লপ–হিট দুটিই উপভোগ করি: মাহিয়া মাহি

মাহিয়া মাহিশেষ পর্যন্ত ‘তুই শুধু আমার’ বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল। কেমন লাগছে?
মাহিয়া মাহি : খবরটা শুনে ভালো লাগছে। এখন বাংলাদেশের দর্শকেরা ছবিটি দেখতে পারবেন। প্রায় এক বছর সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি।

কবে মুক্তি পাবে?
মাহিয়া মাহি : কলকাতায় আগেই মুক্তি পেয়েছে ছবিটি। এখন বাংলাদেশে মুক্তি দিতে বেশি দেরি করবেন না প্রযোজকেরা। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহেই মুক্তি পেতে পারে।

কলকাতা থেকে ছবিটির কেমন সাড়া পেয়েছেন?
মাহিয়া মাহি : সত্যি কথা কি, ছবিটি আগে কলকাতায় মুক্তি পাক আমি চাইনি। কারণ, আমি যখন ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি তখন জানতাম, এটি যৌথ প্রযোজনায় দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে। কিন্তু বাংলাদেশে সেন্সর বোর্ডে আটকে থাকার কারণে আগেই কলকাতায় মুক্তি দেওয়া হয়। এখন বাংলাদেশে ছবিটি কেমন চলবে, তা দেখার বিষয়।

এখন কী কী ছবির শুটিং চলছে?
মাহিয়া মাহি : আমার মা আমার বেহেস্ত ছবিটির শুটিং শুরু হবে। অবতার নামে একটি ছবির শুধু আইটেম গানের কাজ বাকি। ১৭ ও ১৮ ডিসেম্বর শুটিং। এ ছাড়া আনন্দ অশ্রু, প্রেমের বাঁধন ছবি দুটির শুটিং চলছে।

এর মধ্যে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?
মাহিয়া মাহি : না। সবশেষ চুক্তিবদ্ধ ছবি আনন্দ অশ্রু। তা–ও বছরখানেক আগে। এখন ছবির নির্মাণই কম হচ্ছে। হাতে তাই কাজও কম।

আপনার সবশেষ ছবি ‘পবিত্র ভালোবাসা’ নিয়ে দর্শকেরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে…
আপনি ঠিক বলেছেন। সব ছবিই যে দর্শক জনপ্রিয়তা পাবে, তা ঠিক না। সিনেমার ব্যাপারে আমি সব সময়ই ইতিবাচক। কোনো ছবি হিট হবে, কোনো ছবি ফ্লপ হবে। ফ্লপ–হিট দুটিই উপভোগ করি। কোনো শিল্পীর একটি ছবি ফ্লপ হলে কারণটি জেনে নিয়েই পরের ছবিতে কাজ করা উচিত।

আপনার ফ্যাশন হাউস ‘ভারা’ গত ২৭ অক্টোবর উদ্বোধন করার কথা ছিল। কিন্তু হলো না কেন?
সঠিক সময়ে সব গুছিয়ে উঠতে পারিনি। এ কারণে উদ্বোধন করা হয়নি। এখনো কাজ চলছে। আশা করছি, নতুন বছরের শুরুতেই ফ্যাশন হাউসটি চালু করতে পারব।

আপনার ওয়েব সিরিজে অভিনয়ের খবর শোনা গেছে…
এ বিষয়ে কয়েকটি মিটিং করেছি। তবে এত তাড়াতাড়ি ওয়েব সিরিজে কাজ করব না। আরও কিছু ভালো ছবিতে কাজ করতে চাই।

শেষ তিন প্রশ্ন
কোন জিনিসটি সব সময় কাছে রাখতে চান?
মুঠোফোন।

প্রেমিকের কাছ থেকে প্রথম উপহার?
কচুরিপানার ফুল। আমার কচুরিপানার ফুল খুব পছন্দ।

শপিংয়ে গেলে কার কথা বেশি মনে পড়ে?
প্রেমের দিনগুলোতে অপুর কথা। বিয়ের পর নিজের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!