রুপালী পর্দায় পা রাখার আগে নায়িকা হবার মতো শারীরিক গড়ন ছিলনা সারা আলি খানের। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। যে কারণে তার ওজন হয়েছিল ৯৬ কেজি। অথচ তিনি এখন বলিউড কাঁপাচ্ছেন।
নিজের প্রথম ছবিতে অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন অসংখ্য দর্শকের। প্রশংসায় পঞ্চমুখ চিত্রসমালোচকরাও।
গত ৭ ডিসেম্বর মুক্তি পায় সারার কেদারনাথ ছবি। বক্স অফিসে সারা ফেলেছে ছবিটি।
কিভাবে নিজের এমন পরিবর্তন এ বিষয়ে স্পটবয় ডটকমকে এক সাক্ষাৎকার দেন সারা আলি খান। সে সময় তিনি নিজের পরিবর্তনের নানান বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট। এই সবকিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি।’
নিজের আমুল পরিবর্তন কতটা হয়েছে সে সম্পর্কে সারা জানান, বিমানবন্দরে মা অমৃতা তাকে দেখে চিনতেই পারেন নি যে এটা তার কন্যা।
সারা বলেন, আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা আমাকে চিনতে পেরেছিলেন সেদিন।
প্রসঙ্গত, কেদারনাথের পর মুক্তির অপেক্ষায় সারা অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। সে ছবি দেখতে মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা। ‘সিম্বা’ ছবিতে সদ্য বিবাহিত রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে সারাকে।