Friday, January 10
Shadow

সুস্মিতাকে অন্ধকারে কী করার প্রস্তাব দিলেন রোহমান?

সুস্মিতাকেতাঁরা প্রেমে রয়েছেন। রয়েছেন বিশ্বাসের সম্পর্কে। সে কথা প্রকাশ্যে বলতেও দ্বিধা নেই। বরং এক এক বার এক এক রকম ভাবে নিজেদের কমিটমেন্ট বুঝিয়ে দিচ্ছেন সোশ্যাল ওয়ালেও। তাঁরা অর্থাত্ সুস্মিতা সেন এবং রোহমান শাল।

সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশার সঙ্গেও রোহমানের খুব সুন্দর সম্পর্ক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সুস্মিতার ছবি রেখেছিলেন রোহমান। তিনি লিখেছেন, ‘আমি অন্ধকারেও তোমাকে অনুসরণ করব।’

সম্প্রতি নিজের জন্মদিন সেলিব্রেট করতে রোহমানকে সঙ্গে নিয়ে দুবাই গিয়েছিলেন সুস্মিতা। একান্ত মুহূর্তের ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। রোহমান মুম্বইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি।

 এর আগেও সুস্মিতাকে সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতাকে খুব একটা মুখ খোলেন না। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন। তবে এখনই যে বিয়ে নয়, সে ইঙ্গিতও দিয়েছেন প্রকাশ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *