Monday, December 23
Shadow

যুক্তরাষ্ট্রে সিলেট-৩ আসনের আ.লীগ প্রার্থী কয়েসের সমর্থনে সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রেসিলেট-৩ আসনের (ফেঞ্চুগঞ্জ -দক্ষিনসুরমা-বালাগঞ্জ) যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রের পার্কচেস্টারে বাংলা গার্ডেন রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-দক্ষিন সুরমা এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসীদের আয়োজনে আতাউর রহমান আতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রফেসর আব্দুল কাইয়ুম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক কপিল উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রান সমাজকল্যাণ সম্পাদক শেখ মখলু মিয়া, যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশনের সবেক সাধারণ সম্পাদক মইনুল হক, নিউ ইয়র্ক স্টেটস আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাসিম হাসনু, কমিউনিটি নেতা আব্দুর রব দলা মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা দুরুদ আহমদ রুনেল, কবি রেহানুজ্জামান রেহান, সাইফুল ইসলাম, লুকমান আহমেদ, আলতা মিয়া,বুরহান উদ্দিন।

হুমায়ুন আহমেদ চৌধুরীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি আব্দুস শহিদ দুদু, ও কাওসারুজামান কয়েস ,মাহমুদুর রহমান ,বদরুল ইসলাম, জাহেদ চৌধুরী প্রমুখ।

সভায় নৌকা মার্কার পক্ষে সকলে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার করে বলেন, যুক্তরাষ্ট্র থেকেও প্রযুক্তির মাধ্যমে তারা প্রচারণা চালাবেন। তা ছাড়া অনেক নেতাকর্মী নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে দেশে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!