Tuesday, February 18
Shadow

কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

khusi kapoor hot sexy

ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কাপুরকে নিয়ে সাম্প্রতিক সময়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, নেটিজেনদের বিভিন্ন প্রশ্ন ও সমালোচনার জবাবে এবার খোলামেলা কথা বলেছেন খুশি। তিনি তার নাকের সার্জারি, ঠোঁট ফিলারসহ নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন খুশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে তার দৃষ্টিভঙ্গি বেশ সহজ ও স্বচ্ছ। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা এত বড় কোনো বিষয়। আমি প্লাস্টিক সার্জারিকে কখনোই খারাপ চোখে দেখি না। এটা আমার কাছে কোনো বড় ব্যাপারই নয়। বরং এটা ব্যক্তিগত পছন্দের বিষয়, এবং আমি সেটাকে সমর্থন করি।’

খুশি আরও জানান, তার ক্যারিয়ার শুরুর আগেই মানুষ তার সম্পর্কে নানা রকম অনুমান করতেন এবং নেতিবাচক মন্তব্য করতেন। তবে এখন তিনি এসব সামলাতে শিখে গেছেন এবং এসব নিয়ে তার আর তেমন কোনো মাথাব্যথা নেই।

উল্লেখ্য, খুশি কাপুর ২০০০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর এবং মা কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী। তিনি মুম্বাইয়ের ইকোলে মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা সম্পন্ন করেন এবং ২০১৯ সালে নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে এক বছরের অভিনয় কোর্স শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!