সিনেমায় যৌন দৃশ্যে অভিনয় করা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে নায়িকাদের। সেটা বলিউড কিংবা হলিউড, ঢালিউড বা টালিউড হোক, সব জায়গায় এই অভিযোগটা শুনা যায়। কিন্তু এবার উল্টো কথা বললেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী।
সম্প্রতি ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করেছেন শ্বেতা। তারপর যেকোনো আলোচনাতেই ওই দৃশ্য নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, আমি জানি না সবাই এটা নিয়ে কেন কথা বলছে? আপনারা যখন সিরিজটা দেখবেন, আলাদা করে ওই দৃশ্যের কথা মনে থাকবে না। যখন জানতে পারলাম এই দৃশ্যটা করতে হবে, তখন জানতেও চাইনি এটা কীভাবে করব? খুব সাধারণ একটা দৃশ্য। কফি খাওয়ার মতোই সহজ এটা।’
ওই বিশেষ দৃশ্য অভিনয় করা নিয়ে তিনি বলেন, এটা আমার কাছে সহজ ব্যাপার হলেও, হয়তো অন্যদের কাছে নয়।
‘মির্জাপুর’-এর গল্প নিয়ে খুশি শ্বেতা। তিনি বলেন, মির্জাপুরের নারীদের নিয়ে আমি খুশি। নিজেদের যৌন চাহিদা, পছন্দ নিয়ে তারা যথেষ্ট সচেতন।