Thursday, March 13

‘গোলাপ’ সিনেমায় পরীমনির নতুন উপস্থিতি

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নতুন বছরের শুরুতেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘গোলাপ’, যেখানে তার বিপরীতে নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। পরীমনিকে দেখা যাবে রূপা চরিত্রে, যা তার মিষ্টি হাসি ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার কথা রয়েছে।

গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি নিজেই এই খবরটি নিশ্চিত করেন। ছবির পরিচালক সামছুল হুদাও জানান, পরীমনির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।

পরীমনি বলেন, ‘‘‘গোলাপ’ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। অনেকদিন ধরে এ ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়নি। রূপা চরিত্রটি আমার খুব ভালো লেগেছে কারণ এতে নাচ, প্রেম, এমনকি ফাইটেরও সুযোগ আছে। সিনেমার গল্পে নানা টুইস্ট রয়েছে, যা দর্শকদের আকর্ষিত করবে বলে বিশ্বাস করি।”

নিরব বলেন, “পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির আলোচিত ও প্রতিভাবান একজন অভিনেত্রী। তার অভিনয় ও সৌন্দর্যের প্রশংসা সর্বত্র। এবার তার সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি, যা দর্শকদের জন্য দারুণ এক রসায়ন উপহার দেবে বলে আশা করছি।”

এর আগে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পেয়ে আলোচনায় আসে, যেখানে তিনি সুপ্তি চরিত্রে অভিনয় করেন। এছাড়া, ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পাওয়া সিনেমা ‘ফেলুবক্সী’-তে লাবণ্য চরিত্রে তার অভিনয় দর্শকের মন কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *