Monday, December 23
Shadow

‘ টাইগারের কারণে আমার ক্যারিয়ার দাঁড়ায়নি’

তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে আসার পর আলোচনায় আসেন বলিউড তারকা দিশা পাটানি। ২০১৬ সালে ‘এমএস ধনি:দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার পর পরের বছরটা সাদামাটা কেটে যায় দিশার।

এরপর চলতি বছর ‘বাঘি টু’ দিয়ে আবারো ক্যারিয়ার মোড় নেয় তার। তবে এর পেছনে রয়েছে দিশার প্রেমিক টাইগার শ্রোফ। বেশ কয়েকবার গুঞ্জন রটেছে টাইগারের প্রেমিকা হওয়াতেই ক্যারিয়ার দাঁড়িয়েছে তার। এমনকি আলোচনার কেন্দ্রও রয়েছেন টাইগার। তবে দিশা বলছে অন্যকথা। তিনি বলেন, ‘টাইগারের কারণে আমার ক্যারিয়ার দাঁড়ায়নি। তবে সফলতার গল্প থেকে তাকে বাদ দেওয়ারও সুযোগ নেই। আমার কাজের ক্ষেত্রে টাইগার বিভিন্নভাবে সহযোগীতা করেছে।

তবে দিন শেষে আমার পরিশ্রম দিয়েই আমি এতটুকু এসেছি।’ ক্যারিয়ারের বিগত বছরগুলো খুব ভালো না গেলেও ২০১৮ তে বাজিমাত্ করেন দিশা। সেই প্রসঙ্গে দিশা আরো বলেন, ‘চলতি বছর আমার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় ছিল। বাঘি টু দিয়ে আমি যতটা দর্শকদের কাছে যেতে পেরেছি তার আগে ছিল না। আমি কৃতজ্ঞ সংশ্লিষ্ট সবার প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!