Thursday, March 13

তনুশ্রীর কথা শুনে তো ভয় লাগছে, বললেন অানুষ্কা

দীর্ঘদিন পর লাইমলাইটে ফিরেছেন তনুশ্রী দত্ত। আর ফিরেই একের পর এক বোমা। কখনও নানা পাটেকর, কখনও বা বিবেক অগ্নিহোত্রী। কী ভাবে এঁদের কাছে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, তা মিডিয়ার সামনে বলেছেন তিনি। বলিউডের একটা বড় অংশকে নিজের পাশে পেয়েছেন তনুশ্রী। আবার কেউ বা এড়িয়ে গিয়েছেন।এ বার তনুশ্রীর পাশে দাঁড়ালেন অনুষ্কা শর্মা।

সম্প্রতি সংবাদ সংস্থাকে অানুষ্কা বলেন, ‘‘একজন মহিলা হিসাবে নয়, একজন মানুষ হিসাবে নিজের কাজের জায়গা সুরক্ষিত পাওয়ার অধিকার সকলের আছে। আপনি যখন কাজ করছেন, তখন যদি কেউভয় দেখায় বা আপনি অসুরক্ষিত মনে করেন সেটা কাম্য নয়। তনুশ্রীর কথায় ইন্ডাস্ট্রির যে সব ঘটনা সামনে আসছে, তাতে ভয় পাচ্ছি। ওঁর সাহসকে আমি সম্মান জানাই। তনুশ্রীর মতো আরও কেউ যদি এ ধরণের কথা বলতে চান, বিচার তো পরে হবে, অন্তত তাঁর কথাটা আমাদের আগে মন দিয়ে শোনা উচিত।’’

 গত কয়েকদিনে এ সব কথা বলার জন্য তনুশ্রীকে ঘরে-বাইরে হেনস্থার মুখে পড়তে হয়েছে। তাঁর বাড়িতে অজানা লোকেরা হামলা করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তনুশ্রী । আবার সোশ্যাল মিডিয়াতেও নানার পাশের দাঁড়িয়ে তাঁকে আক্রমণ করেছে বলিউডের বড় অংশ। অানুষ্কা কি তাঁদের বিরুদ্ধেই মুখ খুললেন? বিরাট ঘরণী স্পষ্ট বলেছেন, ‘‘কোনও একজনকে দোষী বলছি না। দোষ গোটা পরিবেশের। সেটা আমাদের ঠিক করতে হবে। আর যদি সঠিক বিচার না হয়, তাহলে এ ধরণের ঘটনা আবারও ঘটবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *