Monday, December 23
Shadow

১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি !

‘সালাম নমস্তে’ ছবিটার কথা মনে পড়ে? ১৩ বছর আগে অর্থাত্ ২০০৫-এর ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওই ছবি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। পাশাপাশি সাইফ আলি খান এবং প্রীতি জিন্টার জুটি পছন্দ করেছিলেন দর্শক। সেই ছবির সেটেই নাকি একে অপরকে মেরে ফেলতে চেয়েছিলেন প্রীতি-সইফ! এত বছর পর প্রকাশ্যে এ কথা শেয়ার করলেন অভিনেত্রী।

আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে একেবারেই গম্ভীর কোনও বিষয় নয়। বরং মজা করেই নাকি রিহার্সালের সময় এক অপরকে মেরে ফেলতে গিয়েছিলেন তিনি!

 প্রীতি লিখেছেন, ‘এই ছবিটা করতে গিয়ে আমরা দারুণ মজা করেছিলাম। অনস্ক্রিন এবং অফস্ক্রিনে আমরা এত ঝগড়া, মারপিট করতাম যে টিমের বাকিরা বুঝতেই পারত না, আমরা রিহার্সাল করছি, নাকি একে অপরকে মেরে ফেলতে চাইছি…। আই মিস ইউ সইফ।’

ছবির গল্প অনুযায়ী লিভ ইন রিলেশনশিপে ছিলেন প্রীতি এবং সইফ। তাঁদের চরিত্রের নাম ছিল অম্বর এবং নিখিল।

শুধু ‘সালাম নমস্তে’ নয়। ‘কাল হো না হো’, ‘কেয়া কহেনা’, ‘দিল চাহাতা হ্যায়’-এর মতো জনপ্রিয় ছবিতেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন এই দুই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!