Monday, December 23
Shadow

বাংলা নতুন গান | Rupkothar jogote | Shajid Ahmed | রুপকথার জগতে

সম্প্রতি মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিফ পরিচালিত ব্যাপক জনপ্রিয় বাংলা টেলিফিল্ম ” নেটওয়ার্কের বাইরে “- এর ই একটি গান রুপকথার জগতে। টেলিফিল্মটির সাথে সাথে গানটিও জয় করে নিয়েছে দর্শকের মন। ভালোবাসার অন্য রকম একটি অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয় এই গানটি।

 

গানটি লিখেছেন এ প্রজন্মের খ্যাতিমান গীতিকার সোমেশ্বর অলি। গানটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। কন্ঠে ছিলেন রেহান রাসুল ও অবন্তি সিঁথি। রোহান রাসুল আরেকটি জনপ্রিয় গান “বাজে স্বভাবের” মাধ্যমে ইতিমধ্যেই শ্রোতাদের পছন্দের গায়কের তালিকায় চলে এসেছেন। এদিকে অবন্তি সিঁথি ও শুধু এপার বাংলায় ই নয় বরং ওপার বাংলায় ও মিউজিক কম্পিটিশনে যোগদান করে বাংলাদেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছেন।

 

রুপকথার জগতে গানটি চরকির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২১ এ আগস্ট মুক্তি পায় এবং ইতিমধ্যে গানটি প্রায় মিলিয়ন ভিউ ছাড়িয়েছে এ থেকেই বুঝা যায় দর্শক কতটা পছন্দ করেছেন এই গানটি। এছাড়াও ইউটিউবে এর কমেন্ট সেকশনে অসংখ্য ইতিবাচক কমেন্ট ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রমান করে গানটি সত্যিই প্রশংসার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!