Tuesday, September 17
Shadow

Taylor Swift create history ইতিহাস গড়লেন টেইলর সুইফট

American pop star Taylor Swift made history. 10 songs of hers took the top 10 places consecutively on the American Billboard top chart. This record was previously held by Pop Queen Madonna. But Swift went further than that. She made it to the top 10 within a week.

Swift’s album ‘Midnight’ was released on October 21. And with this album, he played on the Billboard Hot 100. The song ‘Anti Hero’ is the first among the songs that made it to the list. Then in sequence ‘Lavender Haze’, ‘Maroon’, ‘Snow on the Beach’, ‘Midnight Rain’, ‘Bejeweled’, ‘Question’, ‘You’re on Your Own, Kid’, ‘Karma’ and ‘Vigilante Shit’.

ইতিহাস গড়লেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। আমেরিকান বিলবোর্ড টপচার্টে প্রথম ১০টি গানই তার। এর আগে এই রেকর্ড করেছিলেন পপকুইন ম্যাডোনা। কিন্তু তার চেয়েও এগিয়ে গেলেন সুইফট। এক সপ্তাহের মধ্যেই শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন তিনি।

গত ২১ অক্টোবর প্রকাশ পেয়েছে সুইফটের অ্যালবাম ‘মিডনাইট’। আর এ অ্যালবাম দিয়েই বাজিমাত করেছেন বিলবোর্ড হট ১০০-এ। তালিকায় স্থান করে নেওয়া গানগুলোর মধ্যে প্রথমে রয়েছে ‘অ্যান্টি হিরো’ গানটি। তারপর ক্রমান্বয়ে ‘ল্যাভেন্ডার হ্যাইজ’, ‘মেরুন’, ‘স্নো অন দ্য বিচ’, ‘মিডনাইট রেইন’, ‘বিজুয়েলড’, ‘কোয়েশ্চান’, ‘ইউ আর অন ইউর ওউন, কিড’, ‘কর্ম’ ও ‘ভিজিল্যান্ট শিট’।

বক্স অফিস টপ চার্টের শীর্ষে রয়েছে ‘দ্য রক’ ডোয়েইন জনসন অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’। নির্মাতা জাউমি কোলেট।

দ্বিতীয় : টিকিট টু প্যারাডাইস (ওল পার্কার)

তৃতীয় : প্রে ফর দ্য ডেভিল (ড্যানিয়েল স্টেম)

চতুর্থ : স্মাইল (পার্কার ফিন)

পঞ্চম : হ্যালোউইন এন্ডস (ডেভিড গর্ডন গ্রিন)

সূত্র : আইএমডিবি

কোরিয়ান পপসংগীতের শীর্ষস্থানে রয়েছে আইভিইর ‘লাভ ডাইভ’। গত এপ্রিলে প্রকাশ পাওয়া একই শিরোনামের একটি অ্যালবামের গান এটি।

দ্বিতীয় : স্টিল লাইফ (বিগব্যাং)

তৃতীয় : টমবয় (জিআই-ডিএলই)

চতুর্থ : ফিল মাই রিদম (রেড ভেলভেট)

পঞ্চম : গণধারা (জে পার্ক ফিচারিং আইইউ)

সূত্র : কেকেবক্স

শ্রোতাদের বাজিমাত করছেন স্যাম স্মিথ ও কিম পেটরাস। টানা দুই সপ্তাহের বেশি টপ চার্টের শীর্ষে রয়েছে তার গাওয়া ‘আনহোলি’।

দ্বিতীয় : ব্যাড হেভিট (স্টিভ লেসি)

তৃতীয় : অ্যাজ ইট ওয়াজ (হ্যারি স্টাইলস)

চতুর্থ : ক্যালিফোর্নিয়া ব্রিজ (লিল বেবি)

পঞ্চম : আই লাইক ইউ (দোজা ক্যাট)

সূত্র : বিলবোর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!