মিস ওয়ার্ল্ড ২০১৮–এর খেতাব জিতে নিলেন মেক্সিকান সুন্দরী ভেনেসা পন্স ডি লিওন। চীনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আজ শনিবার চূড়ান্ত বিজয়ী হিসেবে ভেনেসা পন্সের নাম ঘোষণা করা হয়।
এই প্রতিযোগিতায় ১১৭ জন প্রতিযোগী অংশ নেন। গত বছরের বিজয়ী ভারতীয় সুন্দরী মানুষি ছিল্লার তাঁর উত্তরসুরির মাথায় মুকুট পরিয়ে দেন। ২৬ বছর বয়সী ভেনেসা ইন্টারন্যাশনাল বিজনেসে ডিগ্রিধারী। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদে রয়েছেন। এবারের প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন থাইল্যান্ডের ২০ বছর বয়সী সুন্দরী নিকোলেন পিছাপা লিমসনুকান। এরপরে আছেন পর্যায়ক্রমে বেলারুশ, জ্যামাইকা ও উগান্ডার তিন সুন্দরী। ছবিগুলো রয়টার্সের—