Monday, December 23
Shadow

বাংলা নতুন গান | Bhalobasar Ochin Pothe | Habib Wahid | ভালোবাসার অচিন পথে

 বাংলা গানে নতুন সংযোজন ভালোবাসার অচিন পথে গানটি ইতিমধ্যে অনেকটাই সাড়া জাগিয়েছে একদল গানপ্রেমীদের মাঝে। গানটির কথায় প্রকাশ পেয়েছে ভালোবাসার গভীরতা এবং সুরেও রয়েছে প্রশান্তির আবেশ। যারা একটু স্লো এবং ঠান্ডা ধাচের গান পছন্দ করেন তাদের কাছে নিঃসন্দেহে এই গানটি ভালো লাগার মতো একটি গান।

ভালোবাসার অচিন পথে গানটি লিখেছেন আলী বাকের জিকো। গানটির গীতিকার এবং সুরকার হচ্ছেন জনপ্রিয় সংঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম “কৃষ্ণ” প্রকাশের মাধ্যমেই এই শিল্পী প্রবেশ করেছিলেন বাংলা সঙ্গীত জগতে এবং এরপর থেকে উপহার দিয়ে যাচ্ছেন নতুন নতুন ভিন্ন ধাচের গান। গানটিতে নারী কন্ঠে গেয়েছেন সৌরিন। হাবিবের সাথে বেশ কয়েকটি গানেই গলা মেলাতে দেখা গেছে এই নতুন এই গায়িকাকে।

হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে এই বছরে জানুয়ারির ১৪ তারিখে। মাত্র ১০ দিনের মাঝেই গানটির ভিউ হয়েছে প্রায় ২,৮৩,৭১৭। গত দুই মাসে মুক্তি পাওয়া হাবিব ওয়াহিদের গানগুলোর মধ্যে এই গানটিই লাভ করেছে সর্বোচ্চ ভিউ এবং আশা করা যায় এ সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!