Friday, December 27
Shadow

প্রান্তকি জনগোষ্ঠী বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ এর জন্য আবেদন আহ্বান

প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উৎসাহিত করার উদ্দেশ্যে এ প্রকল্পের আওতায় ‘মিডিয়া ফেলোশিপ’ প্রদান করা হবে। এর লক্ষ্য হলো প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য, তাদের দৈনন্দিন জীবনযাত্রা, এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণমূলক প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা। পাশাপাশি, এ ধরনের প্রতিবেদন সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় Expanding civic space through active CSO participation and strengthened governance system in Bangladesh (ECSAP) প্রকল্প সম্মিলিতভাবে বাস্তবায়ন করছে ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং মানুষের জন্য ফাউন্ডেশন। এ প্রকল্পের মাধ্যমে মূলত বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী যেমন প্রান্তিক নারী, দলিত, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার, আদিবাসী জনগোষ্ঠী নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়ানো হবে; যাতে করে এসব জনগোষ্ঠীর মানুষ নিজেদের অধিকার যথাযথভাবে নিশ্চিতে সক্ষম হন। প্রকল্পটি রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা ও ঢাকা জেলায় বাস্তবায়িত হচ্ছে।

উল্লিখিত জেলাগুলো থেকে মোট ১৬ জন সংবাদকর্মীকে ফেলোশিপ দেয়া হবে। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরের জেলাগুলো থেকে ১০ জন ফেলোশিপ পাবেন। এজন্য প্রিন্ট মিডিয়া/অনলাইন মিডিয়া/টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনের শর্তাবলি:
যারা আবেদন করতে পারবেন:

বাংলাদেশের নাগরিক হতে হবে
প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের সঙ্গে কাজ করার আগ্রহ থাকতে হবে

সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল অথবা টেলিভিশনের সংবাদকর্মী হতে হবে

সাংবাদিকতা পেশায় অন্ততপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে


আবেদন ফরমের সঙ্গে যা সংযুক্ত করতে হবে:

জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং ছবিসহ জীবনবৃত্তান্তের পিডিএফ ফাইল
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান/কর্র্তৃপক্ষের অনুমতিপত্র
নিজের প্রকাশিত দুটি টেক্সট প্রতিবেদন/ভিডিও প্রতিবেদন (প্রান্তিক নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, প্রতিবন্ধী, গৃহকর্মী, আদিবাসী, দলিত সংক্রান্ত প্রতিবেদন অগ্রাধিকার পাবে)।

ফেলোশিপ চলাকালীন কার্যক্রম:

ফেলোশিপ চলাকালীন প্রকল্প কর্তৃপক্ষের আয়োজন করা কর্মশালায় অংশ নিতে হবে
প্রতিবেদন তৈরির জন্য প্রকল্পের মাঠপর্যায়ের কাজ পরিদর্শন করতে হবে
ফেলোশিপের অগ্রগতিবিষয়ক তথ্য নির্দিষ্ট সময় অন্তর জানাতে হবে
ফেলোশিপ পাওয়া সংবাদকর্মীরা প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে অন্তত দুটি প্রতিবেদন (টেক্সট/ভিডিও) তৈরি ও প্রকাশ/প্রচারের ব্যবস্থা করবেন। প্রতিবেদন (টেক্সট/ভিডিও) তৈরি ও প্রকাশ করতে না পারলে ফেলোশিপ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি সনদ পাবেন না।
ফেলো নির্বাচন:
একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে আবেদনকারী সংবাদকর্মীদের মধ্যে থেকে ফেলোশিপের জন্য মনোনীতদের তালিকা করা হবে। আবেদনপত্র যাচাইবাছাই এবং ফেলোশিপের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ফেলোশিপের মেয়াদ:
ফেলোশিপের মেয়াদকাল হবে ছয় (৬) মাস।

আবেদনের সময়সীমা:
আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় সংযুক্তিসহ বিপধহথংবপৎবঃধৎরধঃনফ@ুধযড়ড়.পড়স এই ইমেইলে ০৮ জানুয়ারি ২০২৫ সালের মধ্যে পাঠাতে হবে।

আবেদন ফরম:

বাংলাদেশি নারী, পুরুষ এবং লিঙ্গীয় বৈচিত্র্যের যেকোনো সাংবাদিক
ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদন ও সকল তথ্য বিবেচনা এবং ঊঈঝঅচ কর্র্তৃক মনোনীত বিশেষজ্ঞ প্যানেল এর সিদ্ধান্তের ভিত্তিতে ফেলো নির্বাচন করা হবে এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!