Sunday, April 20

ইসরায়েলি ব্র্যান্ড চেনেন তো?

সম্পাদকীয়

ফেসবুকে ইসরা*য়েলি পণ্য বলে নেসলে, ডাভ, ইউনিলিভারসহ আরও কিছু ব্র্যান্ডের পণ্য বয়কট করতে বলা হচ্ছে। আদতে এগুলো কি ইসরা*য়েলি ব্র্যান্ড? বাংলাদেশে ইসরা*য়েলি ব্র্যান্ডের ভোক্তাপণ্য কয়টা আসে? বয়কটের  আগে নেটে সার্চ করে আরেকটু ভালো করে জেনে নিন। তবে হ্যাঁ, ইসরা*য়েলকে বয়কট করতে হলে এর দোসরকে আগে বয়কট করুন। অনেক কোম্পানির মালিক এক দেশের, কিন্তু দেখা যায় গোপনে স্বার্থ উদ্ধার করছে আরেক দেশের (যেমন ইসরায়ে০ল)।

 কোন দেশ ইসরায়ে*লের সবচেয়ে বড় বন্ধু? কারা তাদের অ-স্ত্র ও ডলার সাপ্লাই দিচ্ছে? তাদের পণ্য বয়কট করুন। অথচ, যারা ছোট ছোট শিশুদের হাসিমুখে মে)রে ফেলছে তাদের বন্ধু ও অ(স্ত্র যোগানদাতা যারা, তাদের ভিসা না হলে আমাদের চলে না, তাদের পণ্য না হলেও চলে না। আসল জায়গায় হাত না দিয়ে আমরা স্কুল-কলেজ বন্ধ করে হরতাল ডাকছি। কী হাস্যকর!

নিজের নাক কাটলে পরের যাত্রা ভঙ্গ হবে? হুজুগে না চলে ভালো করে মনযোগ দিয়ে বুদ্ধিমানের মতো ভাবুন।  সামান্য ভাবনার দায়িত্বটাও ফেসবুকের পোস্টদাতাদের হাতে ছেড়ে দেবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *