Saturday, October 12
Shadow

Tag: গর্ভপাত

শুক্রাণুর কারণেও ঘটতে পারে গর্ভপাত

শুক্রাণুর কারণেও ঘটতে পারে গর্ভপাত

Cover Story
গর্ভপাত কি কেবল নারীদের শারীরিক সমস্যার ওপরেই নির্ভর করে? একটি নতুন গবেষণায় দেখা গেছে যে কিছু ক্ষেত্রে পুরুষ সঙ্গীর শুক্রাণুর ডিএনএর ক্ষতির (sperm DNA damage) কারণে ঘন ঘন গর্ভপাত (recurrent pregnancy loss) হতে পারে। ENDO 2019 এ উপস্থাপিত এই গবেষণায় বলা হয়েছে, বারেবারে গর্ভপাতের কারণ হতে পারে স্পার্ম ডিএনএ ড্যামেজও। এ বিষয়ে যুক্তরাজ্যের লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এমডি পিএইচডি, গবেষক চেন্না জয়সেনা বলেন, “আমাদের গবেষণা থেকে জানা যায় যে আরপিএল প্রভাবিত নারীদের সঙ্গী পুরুষদের প্রজনন কার্যক্রমে অস্বাভাবিকতা আছে কিনা তা পরীক্ষা করা কার্যকর হতে পারে। এটি একটি নতুন সম্ভাব্য ‘ড্রাগ টার্গেটও' তৈরি করে। ভবিষ্যতে এমন ওষুধ তৈরি করা সম্ভব যাতে শুক্রাণু ডিএনএর ক্ষতি রোধ করা যায় এবং আরপিএল দম্পতিদের গর্ভপাতের ঝুঁকি কমানো যায়।” তিনি বলেন, এক-দুই শতাংশ দম্পতির মধ্যে রেকারেন্ট প্রেগন্যান্সি লস ...