ওমর চরিত্রে আসছেন শরিফুল রাজ
‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার সাফল্য পাওয়ার পর সংসার জীবনে টানাপোড়েন নিয়েই বেশি আলোচনায় ছিলেন চিত্রনায়ক শরিফুল রাজ।
পরাণ সিনেমায় আকাশচুম্বী সফলতার পরও নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারেননি তিনি। সেই রাজ এবার নতুন খবর জানালেন। তবে এবার ব্যক্তিগত কোনো সম্পর্কের খবর নয়। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন শরিফুল রাজ। গতকাল শনিবার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
মোস্তফা কামাল রাজ বলেন, শরিফুল রাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে সিনেমার অন্যান্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়েছে।
চরিত্রের সঙ্গে যায় বলেই শরিফুল রাজকে নেওয়া হয়েছে আর কোনো কারণ নেই বলেও জানান তিনি। সিনেমাটির দৃশ্যধারণ সম্পর্কে জানতে চাইলে পরিচালক জানান, এখনো প্রস্তুতি চলছে। তবে প্রত্যেক পরিচালক...