Shadow

Tag: বিশ্বের দীর্ঘতম

বিশ্বের দীর্ঘতম লবণের গুহা আবিষ্কার ইসরায়েলে

বিশ্বের দীর্ঘতম লবণের গুহা আবিষ্কার ইসরায়েলে

Cover Story
মালহাম নামে ইসরায়েলে বিশ্বের দীর্ঘতম সল্ট কেভ বা লবণ গুহা আবিষ্কারের দাবি করেছেন দেশটির গুহাসন্ধানীরা। এই গুহা এতটাই বড় যে একে আস্ত দেশ বলা শুরু করেছেন গবেষকদের একাংশ। রেডিওকার্বন ডেটিংয়ে জানা গেছে, লবণের সঙ্গে আকরিক আর পানি মিশে তৈরি হয়েছে এই গুহা। এটি সাত হাজার বছরের পুরনো। এই গুহায় রয়েছে ১০০টিরও বেশি কক্ষ। প্রতিটি কক্ষ প্রায় ৫ হাজার ৬৮৫ মিটার পর্যন্ত বিস্তৃত। আরো জানা গেছে, গুহাটি প্রথম আবিষ্কার করেন হিব্রু বিশ্ববিদ্যালয়ের গুহা গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আমোস ফ্রামকিন। আশির দশকে এটির প্রায় পাঁচ কিলোমিটার মানচিত্র তৈরি করেন তিনি। কিন্তু ২০০৬ সালে গবেষকেরা ইরানের কেশম দ্বীপে ছয় কিলোমিটার দীর্ঘ নামাকদান গুহা আবিষ্কার করলে সারা বিশ্বে তা দীর্ঘতম লবণগুহার স্বীকৃতি পায়। এরপর ২০১৭ সালে ফ্রামকিন বুলগেরিয়ার গুহা গবেষকদের নিয়ে ফের এই গুহা খোঁজার অসমাপ্ত কাজ শেষ করার উদ্...