Saturday, October 12
Shadow

Tag: বিস্ময় বালক

দুই হাত নেই; বিস্ময় বালকের বোলিং দেখে হতভম্ব বিশ্ব! (ভিডিওসহ)

দুই হাত নেই; বিস্ময় বালকের বোলিং দেখে হতভম্ব বিশ্ব! (ভিডিওসহ)

Cover Story
মানুষের জীবন সরল নয়; প্রচুর বাধা বিপত্তি পার হয়ে কাটাতে হয় পুরো জীবন। আর যারা শারিরীক প্রতিবন্ধী? তাদের তো দুঃখের সীমা নেই। কিন্তু দিনশেষে আত্মবিশ্বাস আর মনের জোরই হলো শেষ কথা। হাল না ছাড়ার মানসিকতা থেকেই সৃষ্টি হয় সাফল্যের ভিত। এই কথার প্রমাণ রেখে প্রতিবন্ধী এক কিশোর, যার কনুই থেকে হাতের নিচের অংশই নেই, সেই বিস্ময় বালকের কি না বোলিংয়ে কাঁপাচ্ছে কলকাতার স্ট্রিট ক্রিকেট! ভারতের জাতীয় দলের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা বিস্ময় বালকের ১১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে দেখা গেছে দুই হাত ছাড়াই কলকাতার গলিতে বোলিং করে ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করছে এই বালক। অফুরন্ত উদ্দমে সে ক্রিকেট খেলছে। বোলিং করছে। কী নিখুঁত সেই বোলিং। প্রতিবন্ধী কিশোরের প্রতিবন্ধকতাকে জয় করার এই ভিডিও যে কারও জন্য অনুপ্রেরণা জোগাতে পারে। সেই অদম্য ইচ্ছাশক্তির অধিকারী কিশোরের ভিডিয়ো শেয়ার করেছেন ঋদ্ধিমান সাহা...