Sunday, November 9

Tag: রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় নারী ও সৌন্দর্য 

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় নারী ও সৌন্দর্য 

Stories
সাঈদুর রহমান লিটন : রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নারী জীবনের গভীর অনুভূতি ও শৈল্পিক প্রকাশ  পাওয়া যায়। তাঁর কবিতায় নারী ও সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তিনি নারীকে কেবলমাত্র প্রেমিকা বা ভোগ্য বস্তু হিসেবে নয়, বরং এক অনন্ত সৌন্দর্য ও আত্মিক উপলব্ধির প্রতীক হিসেবে দেখিয়েছেন। রবীন্দ্রনাথের দৃষ্টিতে নারী একাধারে সৃষ্টির উৎস, প্রেমের আধার এবং আধ্যাত্মিক শক্তির প্রতিফলন। তাঁর কবিতায় নারী যেমন প্রেমের রূপে আবির্ভূত হন।তেমনি প্রকৃতি, মাতৃত্ব ও মমতার এক মূর্ত রূপও হয়ে ওঠেন।  শোনো একটি মধুর গানে,  বেঁধেছি তোমারে প্রাণে। এইরকম পংক্তিতে প্রেমিক নারীকে এক চিরন্তন সঙ্গীরূপে দেখানো হয়েছে। আবার গীতাঞ্জলি বা গীতিমাল্যতে নারীর প্রেমময় সৌন্দর্য কখনো পরমাত্মার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার রূপ নিয়েছে। রবীন্দ্রনাথের কবিতায় সৌন্দর্য কখনো বাইরের বিষয় নয়, বরং তা নিগূঢ...

Please disable your adblocker or whitelist this site!