Saturday, October 12
Shadow

Tag: হ্যাকার

৭৪টি গ্রুপে প্রায় ৪ লাখ হ্যাকার সক্রিয় ফেসবুকে!

৭৪টি গ্রুপে প্রায় ৪ লাখ হ্যাকার সক্রিয় ফেসবুকে!

Cover Story, Tech news
বিশ্বের সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে সাইবার অপরাধীদের ব্যাপক আনাগোনার কথা উঠে এসেছে নতুন কে রিপোর্টে। আর এ নিয়ে বেশ পেরেশানিও পোহাতে হচ্ছে ফেসবুককে। সিসকোর টালোস ইন্টেলিজেন্স গ্রুপের সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা ফেসবুকে সক্রিয় ৭৪টি গ্রুপকে শনাক্ত করেছেন। ফেসবুকের এই গ্রুপগুলোর সঙ্গে ৩ লাখ ৮৫ হাজার অপরাধী জড়িত। তারা ক্রেডিট কার্ডের তথ্য কেনা-বেচা ছাড়াও ড্রাইভিং লাইসেন্স বা ছবির মাধ্যমে ব্যক্তিগত তথ্য বিক্রি করছেন। পাশাপাশি ইমেইল হ্যাকিংয়ের জন্যে ফিশিং টুল বিক্রি এবং নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তারা। বিশেষজ্ঞরা বলেন, এই গ্রুপগুলোকে বের করতে খুব বেশি বেগ পেতে হয়নি। এই গ্রুপগুলোকে তারা 'অনলাইন অপরাধীদের ভাসমান বাজার' বলছেন। এসব গ্রুপ তাদের নামকরণের ক্ষেত্রেও খোলামেলা। নামেই বোঝা যায় তারা এই কাণ্ডগুলো ঘটান। যেমন- 'স্পাম প্রফেশনালস', 'স্পামার অ্যান্ড হ্যাকার প্রফ...