বাংলাদেশের চার স্পিনার এখন বিশ্ব ক্রিকেট এর আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে চার স্পিনার মিলে তুলে নিয়েছেন ৪০টি উইকেটের সবকটি। এটা বিশ্ব রেকর্ড হয়েছে। এর আগেও প্রতিপক্ষের দুই টেস্টে সর্বোচ্চ ৩৮টি উইকেট নেওয়ার রেকর্ড ছিলো বাংলাদেশের।
বোঝাই যাচ্ছে, বাংলাদেশ কেবল নামে চারজন স্পিনার খেলাচ্ছে না। সেই চারজন প্রতিনিয়ত নিজেদের প্রমাণও করছেন। হয়ে উঠছেন ত্রাস। এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করেছে সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকারের।
তিনি তার টুইটারে লিখেছেন, ‘যদি তুমি স্পিন ভালোভাবে সামলাতে না পারো, তাহলে বাংলাদেশে যাওয়ার চিন্তা করো না। তারা এখন চারজন ভালো স্পিনার খেলায়। এ থেকে বাঁচার কোনোই উপায় নেই।’