‘দর্শকরা আমাকে এবার নতুনভাবে দেখবেন’ : বুবলী
চলচ্চিত্রের পরিচিত মুখ শবনম ইয়াসমিন বুবলী বর্তমানে মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজধানীর বিভিন্ন লোকেশনে গত মাস থেকে টানা এ ছবির শুটিং চলছে। ছবিটিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে কাজ করছেন তিনি। বুবলী বলেন, এ ছবির শুরু থেকে এ পর্যন্ত খুব নিখুঁতভাবে কাজ হচ্ছে। এককথায় বলতে গেলে পাসওয়ার্ডে থাকবে নানা চমক। এতে আমি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। আর সেই অ্যাকশনগুলো অন্য ছবি থেকে হবে ভিন্ন। সেসূত্রে দর্শকরা আমাকে এবার নতুনভাবে দেখবেন।
কাহিনীতে অনেক সাসপেন্স পাবেন তারা। বিশেষ করে বাড়ির সেটে এবং বাইরে বেশকিছু জায়গায় নতুনত্ব পাওয়া যাবে। এ প্রথম গুণী নির্মাতা মালেক আফসারীর সঙ্গে কাজ করছেন বুবলী।
এর অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন, উনি অনেক মেধাবী একজন নির্মাতা। আগে তো জেনেছি এবং শুনেছি। এবার কাজ করতে গিয়ে বুঝতে পারলাম যে, সত্যিই অনেক ক...














