আজকের টিপস : ভ্যাসলিনের এই ব্যবহারগুলো জানতেন?
টিপস এর তালিকায় আজ থাকছে ভ্যাসলিন তথা পেট্রোলিয়াম জেলির অন্যরকম কিছু ব্যবহার। জানা থাকলে সহজেই এড়াতে পারবেন অনেক ঝামেলা।
ভ্যাসলিন টিপস
১. যারা ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যাবহার করেন তাদের এই ওয়াটারপ্রুফ মাস্কারা মায়াবী চোখ দুটি ছেড়ে সহজে যেতে চায় না। এর জন্য একটু তুলো ভিজিয়ে, তাতে ভ্যাসলিন নিয়ে মাস্কারা তুলে ফেলুন। এক বা দুই স্ট্রোকেই উধাও হয়ে যাবে ওয়াটারপ্রুফ মাস্কারা।
২. নেল পলিশ পরার সময় নখের আসে পাশে লেগে বিশ্রী হয়ে যায়? এই সমস্যা দূর করতে ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। নখের আশেপাশে ভ্যাসলিন লাগিয়ে দিন। এতে আশেপাশে লেগে যাওয়া নেল পলিশ উঠে যাবে সহজে।
৩। ভ্রূর নিচে হাল্কা করে ভ্যাসলিন রাব করে লাগিয়ে নিলে ভ্রূ অনেকক্ষণ সুন্দর থাকবে।
৪। আপনি বড় বড় ঝুমকো পরেন, কিন্তু অল্পক্ষণের মধ্যে কান ব্যাথা করে। সমাধান, দুল পরার আগে কানের লতিতে একটু ভ্যাসলিন লাগিয়ে নিন এতেই সমাধান হয়ে যাবে। কোনও...