কারও সঙ্গেই প্রেমের গুঞ্জন শুনতে চাই না: মিনার
ভারতের কলকাতার সিনেমায় গান করলেন। অভিজ্ঞতা কেমন?
ফিদা নামের একটি ছবির জন্য গান গেয়েছি। ওখানকার সংগীত পরিচালক অরিন্দম চ্যাটার্জি একদিন ফোন করে বললেন, তিনি আমার গান খুব পছন্দ করেন। ‘আহা রে’, ‘ঝুম’ গানগুলো তাঁর প্রিয়। আমার সঙ্গে অনেক দিন ধরেই কাজ করতে চাইছিলেন। তো একদিন ফোন করে বলেন, ‘একটা গান পাঠাচ্ছি। শুনে দেখো।’ শোনার পর গানটি ভালো লেগে যায়। এরপর আমি ঢাকা থেকেই কণ্ঠ ধারণ করে তাঁর কাছে পাঠিয়েছি। একেবারেই হুটহাট গানটা করা।
সামনে আর কোনো প্রকল্প আছে?
এটা তো মাত্র শুরু হলো। এখন শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে আমার গান নিয়ে আলোচনা হচ্ছে। পাকিস্তানের কিছু ইউটিউবার আমার গান নিয়ে গবেষণা-বিশ্লেষণ করছেন। ‘ঝুম’ গানটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছে দেখলাম।
ঈদের ব্যস্ততা কেমন?
ঈদে গানচিল থেকে ‘বাবা-মার জন্য’ গানটি আসছে। মিউজিক ভিডিও বানিয়েছেন ইমরাউল রাফাত। কথা লিখেছেন আসিফ ইকবাল ভাই। এ ছাড়া বেসিক আলীর ও...














