মেয়ে তুমি এতো রাতে একা কেনো রাস্তায়?
লুৎফর রহমান রিটন:
১
মেয়ে তুমি এতো রাতে একা কেনো রাস্তায়?
তোমাকে যায় না নেয়া এতোটুকু আস্থায়।
বাড়ি কই? থাকো কই? কোথা যাও বাপুরে?
রাতের পুলিশ মোরা, বাবুরাম সাপুড়ে।
বাজাবো তোমার বীন ঝাকানাকা আজিকে
পেয়ে গেছি পেয়ে গেছি নচ্ছার পাজিকে!
মেয়েরা ঘরের শোভা। কিবা দিনে কি রাতে,
একা কেনো বেরিয়েছো এই রাত বিরাতে!
২
‘ভদ্র মেয়ে’রা রাতে একা যায় বাইরে?
ভালো করে তোকে আজ দেখে নিতে চাই রে।
সন্দেহ করি মোরা ‘মেয়েলোক’ মাত্রে
রিকশা-সিএনজিতে ঘোরাঘুরি রাত্রে!
‘ভালো মেয়ে’ একা ঘোরে? কাভি নেহি, কাভি না
আইনের হাত থেকে আজ পার পাবি না।
রাতের পুলিশ মানে যমদূত, বুঝলি?
একবার ছুঁয়ে দিলে হয়ে যাবে খুজলি।
ভেবেছিস চেকপোস্ট বসিয়েছি এম্নি?
নেমে আয়! নেমে আয়! যতো সব ঢেমনি!
৩
কোত্থেকে এসেছেন? হোটেলের নামটা?
কোনো লাভ হবে না গো মেরে মুখ ঝামটা।
নাগরের সন্ধানে? রেটটা কি বান্ধা?
রাতের পুলিশ মোরা বুঝি সব ধান্দা।...