যা হচ্ছে চার ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে
চার ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে বলিউডে আসছেন এক নতুন পরিচালক। বলিউডের নামকরা সিনেমাটোগ্রাফার কবির লালের ক্যামেরায় শুট হয়েছে ‘কাহোনা পেয়ার হ্যায়’, ‘পরদেশ’, ‘তাল’–এর মতো বিখ্যাত সব সিনেমা। বহু সিনেমার চিত্রগ্রাহক কবির পরিচারক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তামিল, তেলেগু, মারাঠি ও বাংলা ছবির দুনিয়ার চার শীর্ষ নায়িকাকে নিয়ে।
ভৌতিক-রহস্যধর্মী হিট স্প্যানিশ ছবি ‘জুলিয়া’স আইজ’–এর রিমেক আনতে যাচ্ছেন কবির লাল। প্রযোজক অজয় সিংয়ের ‘লাভলি প্রোডাকশন’-এর ব্যানারে ছবিটি নির্মিত হবে। ভৌতিক-রহস্যধর্মী ছবিটি নির্মিত হবে তামিল, তেলেগু, মারাঠি ও বাংলা ভাষায়। এ জন্য তিনি নির্বাচন করেছেন চার রাজ্যের প্রথম সারির চারজন নায়িকাকে।
কবিরের এই রিমেক ছবির বাংলা নাম ‘অন্তর্দৃষ্টি’। বাংলা ছবিটির মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, ...