উকুন দূর করার আটটি উপায় - Mati News
Saturday, January 24

উকুন দূর করার আটটি উপায়

উকুন দূর করার উপায়মাথায় উকুন হলে নিম তেল লাগান।  নিয়মিত নিম তেল লাগালে যদি মাথা গরম হয়ে যায় বা জ্বালা করে তাহলে নিম ফলের রস নিংড়ে মাথায় লাগাতে পারেন।  উকুন দূর হয়ে যাবে।

রসুনের রস আর লেবুর রস মিলিয়ে রাতে মাথায় ঘষে ঘষে লাগান।  সকালবেলায় ভালো সাবান দিয়ে মাথা ধুয়ে ফেলুন। 3-4 দিন এভাবে করলে উকুন দূর হয়ে যাবে।

শীতকালে বেতো শাক সেদ্ধ করা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। উকুন ধীরে ধীরে চলে যাবে।

3-4 লিটার পানিতে দুটি লেবুর রস নিংড়ে নিন।  তারপর প্রত্যেকদিন ওই পানিতে মাথা ধুয়ে ফেলুন।  প্রতিদিনই তিন চার লিটার পানিতে এভাবে মাথা ধুলে এক সপ্তাহে উকুন দূর হয়ে যাবে।

চিনি ও লেবুর রস মাথায় মাখুন। ঘন্টা দুই পর চুল ধুয়ে নিন। মাথা পরিষ্কার হয়ে যাবে।

লেবুর সাথে সমান ভাগ সরষের তেল ও সমান ভাগ খাবার সোডা মিশিয়ে চুলে মালিশ করুন। তারপর ধুয়ে ফেলুন। এতেও উকুন দূর হয়ে যাবে।

চুল সেট করতে গিয়ে দেখলেন লেকার শেষ হয়ে গেছে। কোন ব্যাপার নয়। পানি ফুটিয়ে তাতে এক চামচ চিনি দিয়ে সিরা তৈরি করুন। চুলে লাগান।  চুল সেট থাকবে উকুন চলে যাবে।

চুলের গোড়ায় ডাঁসা পেয়ারার রস খোলা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে।  গোসলের সময় ঠান্ডা পানিতে ভালো করে রিটা ফল দিয়ে শ্যাম্পু করে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *