Friday, April 19
Shadow

কোভিড-১৯ নিয়ে অনলাইন সিম্পোজিয়াম করছে বিএসএম ও ডুমা

বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (বিএসএম) ও ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি এলামনাই এসোসিয়েশন( ডুমা) এর যৌথ আয়োজনে ‘কোভিড-১৯ এর প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনা’ শীর্ষক একটি আন্তর্জাতিক অনলাইন সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে । এ আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞগণ তাদের মতামত তুলে ধরবেন। আগামী ৩০মে শনিবার বাংলাদেশ সময় রাত নটায় এ সেমিনারটি অনুষ্ঠিত হবে। মিটিংএ অংশগ্রহণের জন্য (https://ufl.zoom.us/j/97512424062) জুম লিংকটি ব্যবহার করা হবে।
ইনফেকশাস ডিজিস বিষয়ক বিশেষজ্ঞ , অনুজীববিজ্ঞানী, চিকিৎসকগণ এ আলোচনায় অংশগ্রহণ করবেন। এমার্জিং প্যাথোজেন ইনস্টিটিউট (ইপিআই ) এর পরিচালক ড. গ্লেন মরিস জুনিয়র, প্রফেসর অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ; ড. ফেরদৌস কাদরি, ইমিরেটাস সায়েন্টিস্ট, আইসিডিডিআরবি; ড. মাইকেল লজার্ডো , চিফ এন্ড এসিস্ট্যান্ট প্রফেসর, ডিভিশন অফ ইনফেকশাস ডিজিস এন্ড গ্লোবাল মেডিসিন, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা; ডাঃ কার্তিক চেরাবুড্ডি, এমডি, এফএসিপি, ইউ এস এ; ঢাকা বিশ্ববিদালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও দেশের বিশিষ্ঠ ভাইরাস বিশেষজ্ঞ ড. মাহমুদা ইয়াসমিন; ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার পরিবেশ ও বিশ্বস্বাস্থ্য বিষয়ক রিসার্স প্রফেসর ড. জন লেডনিকি; আইসিডিডিআরবি এর ভাইরোলজি ল্যাবের প্রধান ড. মুস্তাফিজুর রহমান ও ড. এরিক নেলসন , এসিট্যান্ট প্রফেসর , কলেজ অফ মেডিসিন , ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা কোভিড-১৯ প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনা এর নানা বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন।
বাংলাদেশ প্রেক্ষিতে কোভিড-১৯ উদ্ভুত নানা ধরণের হেলথ ক্রাইসিস এর বিশ্লেষণ ও সুপারিশমালা প্রদান করা হবে। (https://ufl.zoom.us/j/97512424062) জুম লিংকটি ব্যবহার করে যে কেউ আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!