Monday, December 23
Shadow

বাংলা গান : এক নতুন নক্ষত্র

তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি। এই বাংলা গান খালি গলায় অসাধারণ গেয়েছে আরেফিন ফয়সাল। নিঃসন্দেহে বাংলা গান-এর জগতে বড়মাপের শিল্পী হতে চলেছে ও। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার জন্য রইল শুভকামনা।

আর হ্যাঁ, তার আরো অসাধারণ সব গান কিন্তু চ্যানেলটিতে আসতে চলেছে। তাই মিস করতে না চাইলে সাবসক্রাইব করে ফেলুন। আর শেয়ার করতে ভুলবেন না। এ ছাড়া আপনার ছোট ভাই-বোন বা সন্তানের রেকর্ড করা বাংলা-গান বা কবিতা আবৃত্তির ভিডিও পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। মনোনীত হলে উপযুক্ত সম্মানী প্রদান করা হবে।
This excellent Bangla song performed by little wonder Arefin Faisal. We wish him a fortune. and If you dont want to miss the upcoming

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!