অভিনন্দনের জবাবে উপস্থাপিকাকে বাবর আজমের হুঁশিয়ারি! - Mati News
Sunday, January 25

অভিনন্দনের জবাবে উপস্থাপিকাকে বাবর আজমের হুঁশিয়ারি!

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টে সেঞ্চুরি করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। তার হার না মানা সেঞ্চুরির কল্যাণে চালকের আসনে সরফরাজ বাহিনী। এরপর থেকে অভিনন্দনের জোয়ারে ভেসেছেন তিনি। তবে এক উপস্থাপিকা ও সাংবাদিকের অভিনন্দনের ধরণটা ভালোভাবে নেননি বাবরআজম। শুধু তাই নয়, অভিনন্দনের জবাবে ওই নারী সাংবাদিককে এক হাত নিয়েছেন তিনি।

বাবরের সেঞ্চুরির পর বাবরকে অভিনন্দন জানান সাংবাদিক জয়নব আব্বাস। টুইটারে তিনি লিখেছিলেন, ‘বাবরআজম অনেক অভিনন্দন, অনেক ভালো খেলেছ তুমি। তবে যেভাবে ছেলেরা (পাকিস্তানের খেলোয়াড়েরা) ড্রেসিংরুমে মিকি আর্থারকে তাঁর “ছেলে”র সেঞ্চুরির জন্য অভিনন্দন জানাল, খুব ভালো লেগেছে সেটা!’

আর এতেই ক্ষুব্ধ বাবর আজম। ধারণা করা হচ্ছে, মিকি আর্থারের ‘ছেলে’ বলাটা ভালোভাবে নেননি তিনি। তাই পাল্টা জবাবে জয়নবকে উদ্দেশ্য করে বাবর আজম লিখেছেন, ‘কিছু বলার আগে চিন্তাভাবনা করে বলবেন, আর কখনো সীমা লঙ্ঘন করার চেষ্টা করবেন না!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *