
ক বিভাগ: সঠিক উত্তর উত্তরপত্রে লেখো: ১ ী ১৫ = ১৫
১। ভূমিদানের দলিলগুলো থেকে কয় ধরনের রাজস্বের কথা জানা যায়?
ক. ৩ খ. ৫
গ. ৮ ঘ. ৬
২। ইবনে বতুতা কত শতাব্দীতে বাংলা ভ্রমণ করেন?
ক. চতুর্দশ খ. ষোড়শ
গ. পঞ্চদশ ঘ. সপ্তদশ
৩। ইবনে বতুতার ভ্রমণ-বৃত্তান্তে বাংলা অঞ্চলে কীসের প্রাচুর্যের কথা বলা আছে?
ক. কাঁঠাল-আম খ. ধান-চাল
গ. ধান-পাট ঘ. কোনোটিই নয়
৪। বাংলায় পাটের উৎপাদন ও পাটজাত দ্রব্যের ব্যবহারের কথা জানা যায় কোন শতকের সাহিত্যকর্ম থেকে?
ক. ১০ খ. ১২
গ. ১১ ঘ. ১৪
৫। ‘পাকিস্তানে ট্যাংকের নিচে বিদ্রোহ দমন’- বিখ্যাত প্রতিবেদনটি করেছিলেন কোন সাংবাদিক?
ক. মার্টিন নিউল্যান্ড খ. ক্রিস ইভান্স
গ. সাইমন ড্রিং ঘ. বিল ডিডেস
৬। দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন অনুসারে ঢাকায় একরাতে কতজন মানুষ প্রাণ হারায়?
ক. ৯০০ জন খ. ৭০০০ জন
গ. ২০০০ জন ঘ. ৩০০০ জন
৭। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করেছিল একটি বিখ্যাত প্রতিবেদন। এর শিরোনাম কী ছিল?
ক. Let There be Light খ. Mass revolt in Pakistan
গ. Genocide ঘ. Tanks Crush Revolt in Pakistan
৮। সমাজস্বীকৃত যেসব নীতিমালা কোন আচরণ সঠিক আর কোন আচরণ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে কী বলে?
ক. রীতিনীতি খ. মূল্যবোধ
গ. সংস্কার ঘ. মানবিকতা
৯। সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল। এটি কোন দেশের প্রবাদ?
ক. আমেরিকা খ. আফ্রিকা
গ. ইংল্যান্ড ঘ. চীন
১০। যে ফুল উপহার দেয় তার হাত কিছুটা সুগন্ধ লেগে থাকে। এটি কোন দেশের প্রবাদ?
ক. বাংলাদেশ খ. আফ্রিকা
গ. জাপান ঘ. চীন
১১। নিচের কোনটি সুপেয় পানির উৎস নয়?
ক. নদী খ. নলকূপ
গ. সমুদ্র ঘ. ঝরনা
১২। ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা প্রায় কত হবে?
ক. ১০০০ কোটি খ. ৭০০ কোটি
গ. ৯০০ কোটি ঘ. ১২০০ কোটি
১৩। সুনীল অর্থনীতির ধারণা দেন কে?
ক. হান্টিংটন খ. গুন্টারপাউলি
গ. অ্যাডাম ঘ. স্টিফেন হকিং
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও
কার্তিক সেন্টমার্টিন দ্বীপে বাস করে। তার বসবাসের এলাকার চারিদিকে সাগর। সে প্রতিদিন সকালে বড় জাল দিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ কাজের জন্য মহাজন তাকে নিয়োগ দিয়েছে।
১৪. মাছ ধরার ক্ষেত্রে কার্তিকের জালটি কী?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. সংগঠন
১৫. কার্তিকের কাজে ভূমি হলো
র. মাছ রর. সাগর ররর. মাছ ধরার জাল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. র, রর ও ররর ঘ. রর ও ররর
২. এক কথায় উত্তর দাও ১ ী ১০ = ১০
১৬. কোন বিষয়টি পাঠের মাধ্যমে পৃথিবীতে মানুষের টিকে থাকার লড়াই, সভ্যতা নির্মাণসহ সকল কিছু বর্ণনা করা সম্ভব?
১৭. হাজার বছর আগে মানুষ কীসের ব্যবহার জানতো না?
১৮. সাইমন ড্রিং কোন পত্রিকার রিপোর্টার ছিলেন?
১৯. ‘পাকিস্তানের গণতন্ত্রে উত্তরণের সংকট কীভাবে সমাধান হয়? এ খবর সংগ্রহ করতে সাইমন ড্রিং কোথায় এসেছিলেন?
২০. কোনটি মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই?
২১. কোনটি না মানলে সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে?
২২. প্রাকৃতিক সম্পদ কী?
২৩. দুটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো।
২৪. চূড়ান্ত দ্রব্য কাকে বলে?
২৫. উপযোগ কাকে বলে?
খ বিভাগ: সংক্ষেপে উত্তর দাও ২ ী ১০ = ২০
১. প্রাচীন বাংলার তাম্রশাসন নিয়ে গবেষণা করেছেন এমন দুইজন ইতিহাসবিদের নাম লেখো।
২. বিশ শতকের মধ্যভাগ অবধি বাংলায় ব্যাপকভাবে পাটের উৎপাদন হতো কেন?
৩. মুক্তিযুদ্ধের সময় বিশ্বজনমত তৈরিতে ভূমিকা রেখেছিল এমন চারটি পত্রিকার নাম লেখো।
৪. মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের সহায়তায় কাজ করেছে এরকম দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো।
৫. বাংলাদেশে আইন প্রণয়ন এবং কার্যকর কীভাবে হয়?
৬. কীভাবে জাতীয় সংসদ নির্বাচন হয়?
৭. প্রাকৃতিক সম্পদ কত প্রকার ও কী কী? তিনটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও।
৮. উদ্বৃত্ত পানি আছে এরকম পাঁচটি দেশের নাম লেখো।
৯. আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি ব্যাখ্যা করো।
১০. ‘ভূমি প্রকৃতির দান’- ব্যাখ্যা করো।
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন)
নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। ৫ ী ৩ = ১৫
১. সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের পার্থক্য নির্ণয় করো।
২. আয়-বৈষম্য কমাতে করণীয় বিশ্লেষণ করো।
৩. সামাজিক মূল্যবোধ ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
৪. সমুদ্রকে ঘিরে অর্থনীতির কোন শাখা গড়ে উঠেছে? বর্ণনা করো।
৫. বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমবাজারে নারী পুরুষের আয়-বৈষম্য তুলে ধরো।
ঘ-বিভাগ: রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর)
নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৮ দ্ধ ৫ = ৪০
১. অবস্থান: নরসিংদী জেলায়; আবিষ্কার: পুঁতি বা গুটিকা; সূত্রপাত: প্রায় আড়াই হাজার বছর আগে।
ক) উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো। ৩
খ) উক্ত নিদর্শনের ঐতিহাসিক গুরুত্ব মূল্যায়ন করো। ৫
২. রাজিবের দেশটি অনেক আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে। তারা টেলিভিশন, রেডিও ও বিভিন্ন অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে তাদের যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। অন্যদিকে তার প্রতিবেশী একটি দেশও নানাভাবে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছিল। যোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ও স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গড়তে উক্ত দেশটির নেতৃবৃন্দ জোরালো ভূমিকা রেখেছিল।
ক) উদ্দীপকের ১ম অংশে যাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান ব্যাখ্যা করো। ৩
খ) উদ্দীপকের প্রতিবেশী দেশটির সহযোগিতা আমাদের স্বাধীনতা যুদ্ধে জয়লাভকে ত্বরান্বিত করেছিলÑযুক্তিসহ মতামত দাও। ৫
৩. শামীম আহমেদ চৌধুরী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। তিনি এই লক্ষ্যে এখন থেকে তার নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। এলাকার মানুষের সাথে এই বিষয়ে অনেক সভা-সমাবেশে মিলিত হয়েছেন। তার ইচ্ছা হলো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা মহান জাতীয় সংসদে তুলে ধরবেন।
ক) শামীম আহমেদ চৌধুরী নির্বাচনি প্রচারণায় কোন নিয়মগুলো ভঙ্গ করতে পারবেন না? ব্যাখ্যা দাও। ৩
খ) তুমি কি মনে করো, শামীম আহমেদ চৌধুরী নির্বাচনে কিছু আচরণ লঙ্ঘন করলে রাষ্ট্রীয় আইনে দণ্ডিত হবেন? মতামতের সপক্ষে যুক্তি দাও। ৫
৪. বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ঋজু ও তার সহপাঠীরা বিদ্যালয়ে একটি সৌরবিদ্যুতের প্লান্ট তৈরি করে। এতে সবাই অবাক হয়। ঋজুর মামা একজন কৃষিবিদ। ঋজু তার অবসর সময়ে মামার মৎস্য ও কৃষিখামার দেখতে যায়। বিশেষত বিরল প্রজাতির মাছগুলো দেখতে তার খুব ভালো লাগে। তার মামা বাংলাদেশের লুপ্তপ্রায় বিভিন্ন ধান নিয়েও গবেষণা করেন।
ক) টেকসই উন্নয়ন বাস্তবায়নে ঋজুর প্লান্টটির উপযোগিতা ব্যাখ্যা করো। ৩
খ) ‘ঋজুর মামার খামারটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক।’ বিশ্লেষণ করো। ৫
৫. হালিম সাহেবের একটি ফার্নিচার তৈরির কারখানা আছে। তিনি বন থেকে কাঠ কিনে কারখানায় নিয়ে আসেন। তার ১০ জন প্রশিক্ষিত কর্মচারী আছে। উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন আসবাবপত্র তৈরি করেন। হালিম সাহেব নিজে তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন আসবাবপত্র তৈরি করে বিক্রি করেন।
ক) উদ্দীপকে হালিম সাহেবের উৎপাদন প্রতিষ্ঠানের প্রথম দুটি উৎপাদনের উপকরণ চিহ্নিত করে ব্যাখ্যা করো। ৩
খ) উদ্দীপকে উৎপাদন প্রক্রিয়ায় হালিম সাহেবের ভূমিকা মূল্যায়ন করো। ৫
৬. দৃশ্যপট ১: শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সন্তান। অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায়। সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে।
দৃশ্যপট ২: পলি তার দাদীকে সময়মতো ওষুধ খাওয়ায়। তার বোন কলি তার অফিসের কর্মকর্তাদের সাথে সুন্দর করে কথা বলে। সবার সুবিধা-অসুবিধা শোনে।
ক. শান্তা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩
খ. তুমি কি মনে করো, পলি ও কলির আচরণে যে উপাদানের পরিচয় পাওয়া যায় তা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ? বিশ্লেষণ করো। ৫
৭. সম্প্রতি বিশ্ববাজারে অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায় থেকে নিয়মমাফিক লোডশেডিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সচেতনতামূলক কার্যক্রমের ফলে সকলে বিদ্যুতের সদ্ব্যবহারে খুবই সচেতন হয়েছে। বিদ্যুতের অপচয় যাতে না হয় এ কারণে মানুষ এখন প্রয়োজনের বাইরে লাইট, ফ্যান, টিভি ইত্যাদি বন্ধ রাখে।
ক. উদ্দীপকের শেষোক্ত উক্তিটি টেকসই উন্নয়নে সহায়ক ব্যাখ্যা করো। ৩
খ. বাংলাদেশের ক্ষেত্রে উক্ত বিষয়ের প্রয়োজনীয়তা আছে কি? যুক্তিসহ তোমার মতামত ব্যক্ত করো। ৫
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মডেল প্রশ্ন
ক বিভাগ: সঠিক
উত্তর উত্তরপত্রে লেখো: ১ ী ১৫ = ১৫১। ভূমিদানের
দলিলগুলো থেকে কয় ধরনের রাজস্বের কথা জানা যায়? ক. ৩ খ. ৫গ. ৮ ঘ. ৬ ২। ইবনে বতুতা কত
শতাব্দীতে বাংলা ভ্রমণ করেন? ক. চতুর্দশ খ. ষোড়শ গ. পঞ্চদশ ঘ. সপ্তদশ৩। ইবনে বতুতার
ভ্রমণ-বৃত্তান্তে বাংলা অঞ্চলে কীসের প্রাচুর্যের কথা বলা আছে? ক. কাঁঠাল-আম খ. ধান-চাল গ. ধান-পাট ঘ. কোনোটিই নয়৪। বাংলায় পাটের
উৎপাদন ও পাটজাত দ্রব্যের ব্যবহারের কথা জানা যায় কোন শতকের সাহিত্যকর্ম থেকে?
ক. ১০ খ. ১২ গ. ১১ ঘ. ১৪৫। ‘পাকিস্তানে
ট্যাংকের নিচে বিদ্রোহ দমন’- বিখ্যাত প্রতিবেদনটি করেছিলেন কোন সাংবাদিক? ক. মার্টিন
নিউল্যান্ড খ. ক্রিস ইভান্স গ. সাইমন ড্রিং ঘ. বিল ডিডেস ৬। দ্য ডেইলি
টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন অনুসারে ঢাকায় একরাতে কতজন মানুষ প্রাণ হারায়?
ক. ৯০০ জন খ.
৭০০০ জন গ. ২০০০ জন ঘ. ৩০০০ জন৭। মুক্তিযুদ্ধে
বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করেছিল একটি বিখ্যাত
প্রতিবেদন। এর শিরোনাম কী ছিল?ক. Let There be Light খ. Mass revolt in
Pakistan গ. Genocide ঘ. Tanks Crush Revolt in
Pakistan৮। সমাজস্বীকৃত
যেসব নীতিমালা কোন আচরণ সঠিক আর কোন আচরণ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে কী বলে?
ক. রীতিনীতি খ. মূল্যবোধ গ. সংস্কার ঘ. মানবিকতা৯। সংকটের সময়
বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল। এটি কোন দেশের প্রবাদ?
ক. আমেরিকা খ. আফ্রিকা গ. ইংল্যান্ড ঘ. চীন ১০। যে ফুল উপহার
দেয় তার হাত কিছুটা সুগন্ধ লেগে থাকে। এটি কোন দেশের প্রবাদ?ক. বাংলাদেশ খ. আফ্রিকাগ. জাপান ঘ. চীন১১। নিচের কোনটি
সুপেয় পানির উৎস নয়? ক. নদী খ. নলকূপ গ. সমুদ্র ঘ. ঝরনা১২। ২০৫০ সালে
পৃথিবীর জনসংখ্যা প্রায় কত হবে? ক. ১০০০ কোটি খ. ৭০০ কোটিগ. ৯০০ কোটি ঘ. ১২০০ কোটি ১৩। সুনীল
অর্থনীতির ধারণা দেন কে?ক. হান্টিংটন খ. গুন্টারপাউলিগ. অ্যাডাম ঘ. স্টিফেন হকিং উদ্দীপকটি পড়ো
এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাওকার্তিক
সেন্টমার্টিন দ্বীপে বাস করে। তার বসবাসের এলাকার চারিদিকে সাগর। সে প্রতিদিন
সকালে বড় জাল দিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ কাজের জন্য মহাজন তাকে নিয়োগ দিয়েছে। ১৪. মাছ ধরার
ক্ষেত্রে কার্তিকের জালটি কী?ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন ১৫. কার্তিকের
কাজে ভূমি হলোর. মাছ রর. সাগর ররর.
মাছ ধরার জাল নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. র, রর ও ররর ঘ.
রর ও ররর ২. এক কথায় উত্তর
দাও ১ ী ১০ = ১০১৬. কোন বিষয়টি
পাঠের মাধ্যমে পৃথিবীতে মানুষের টিকে থাকার লড়াই, সভ্যতা নির্মাণসহ সকল কিছু বর্ণনা করা সম্ভব?১৭. হাজার বছর
আগে মানুষ কীসের ব্যবহার জানতো না?১৮. সাইমন ড্রিং
কোন পত্রিকার রিপোর্টার ছিলেন? ১৯. ‘পাকিস্তানের গণতন্ত্রে উত্তরণের সংকট কীভাবে
সমাধান হয়? এ খবর সংগ্রহ
করতে সাইমন ড্রিং কোথায় এসেছিলেন?২০. কোনটি মেনে
চলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই?২১. কোনটি না
মানলে সমাজের মানুষ তাকে অপছন্দ করতে পারে?২২. প্রাকৃতিক
সম্পদ কী?২৩. দুটি
প্রাকৃতিক সম্পদের নাম লেখো। ২৪. চূড়ান্ত
দ্রব্য কাকে বলে?২৫. উপযোগ কাকে
বলে? খ বিভাগ:
সংক্ষেপে উত্তর দাও ২ ী ১০ = ২০১. প্রাচীন
বাংলার তাম্রশাসন নিয়ে গবেষণা করেছেন এমন দুইজন ইতিহাসবিদের নাম লেখো।২. বিশ শতকের
মধ্যভাগ অবধি বাংলায় ব্যাপকভাবে পাটের উৎপাদন হতো কেন? ৩. মুক্তিযুদ্ধের
সময় বিশ্বজনমত তৈরিতে ভূমিকা রেখেছিল এমন চারটি পত্রিকার নাম লেখো। ৪. মুক্তিযুদ্ধের
সময় শরণার্থীদের সহায়তায় কাজ করেছে এরকম দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো।৫. বাংলাদেশে আইন
প্রণয়ন এবং কার্যকর কীভাবে হয়? ৬. কীভাবে জাতীয়
সংসদ নির্বাচন হয়?৭. প্রাকৃতিক
সম্পদ কত প্রকার ও কী কী? তিনটি প্রাকৃতিক
সম্পদের উদাহরণ দাও। ৮. উদ্বৃত্ত পানি
আছে এরকম পাঁচটি দেশের নাম লেখো। ৯. আর্থিক মজুরি
ও প্রকৃত মজুরি ব্যাখ্যা করো। ১০. ‘ভূমি প্রকৃতির দান‘- ব্যাখ্যা করো। গ বিভাগ:
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন)নিচের যেকোনো
তিনটি প্রশ্নের উত্তর দাও। ৫ ী ৩ = ১৫১. সামাজিক
রীতিনীতি ও মূল্যবোধের পার্থক্য নির্ণয় করো। ২. আয়-বৈষম্য
কমাতে করণীয় বিশ্লেষণ করো।৩. সামাজিক
মূল্যবোধ ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো।৪. সমুদ্রকে ঘিরে
অর্থনীতির কোন শাখা গড়ে উঠেছে? বর্ণনা করো। ৫. বাংলাদেশের
প্রেক্ষাপটে শ্রমবাজারে নারী পুরুষের আয়-বৈষম্য তুলে ধরো। ঘ-বিভাগ:
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর)নিচের যেকোনো
পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৮ দ্ধ ৫ =
৪০১. অবস্থান:
নরসিংদী জেলায়; আবিষ্কার: পুঁতি
বা গুটিকা; সূত্রপাত: প্রায়
আড়াই হাজার বছর আগে।ক) উদ্দীপকে কোন
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো। ৩খ) উক্ত
নিদর্শনের ঐতিহাসিক গুরুত্ব মূল্যায়ন করো। ৫
২. রাজিবের দেশটি
অনেক আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে। তারা টেলিভিশন, রেডিও ও বিভিন্ন অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে
লেখালেখির মাধ্যমে তাদের যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। অন্যদিকে তার প্রতিবেশী
একটি দেশও নানাভাবে সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছিল। যোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ
দিয়ে ও স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গড়তে উক্ত দেশটির নেতৃবৃন্দ জোরালো ভূমিকা
রেখেছিল। ক) উদ্দীপকের ১ম অংশে
যাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান ব্যাখ্যা করো। ৩ খ) উদ্দীপকের
প্রতিবেশী দেশটির সহযোগিতা আমাদের স্বাধীনতা যুদ্ধে জয়লাভকে ত্বরান্বিত করেছিলÑযুক্তিসহ মতামত দাও। ৫ ৩. শামীম আহমেদ
চৌধুরী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। তিনি এই লক্ষ্যে
এখন থেকে তার নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। এলাকার মানুষের সাথে
এই বিষয়ে অনেক সভা-সমাবেশে মিলিত হয়েছেন। তার ইচ্ছা হলো সংসদ সদস্য নির্বাচিত হয়ে
এলাকার মানুষের দুঃখ-দুর্দশা মহান জাতীয় সংসদে তুলে ধরবেন। ক) শামীম আহমেদ
চৌধুরী নির্বাচনি প্রচারণায় কোন নিয়মগুলো ভঙ্গ করতে পারবেন না? ব্যাখ্যা দাও। ৩খ) তুমি কি মনে
করো, শামীম আহমেদ চৌধুরী
নির্বাচনে কিছু আচরণ লঙ্ঘন করলে রাষ্ট্রীয় আইনে দণ্ডিত হবেন? মতামতের সপক্ষে যুক্তি দাও। ৫৪. বিজ্ঞান
বিভাগের মেধাবী ছাত্র ঋজু ও তার সহপাঠীরা বিদ্যালয়ে একটি সৌরবিদ্যুতের প্লান্ট
তৈরি করে। এতে সবাই অবাক হয়। ঋজুর মামা একজন কৃষিবিদ। ঋজু তার অবসর সময়ে মামার
মৎস্য ও কৃষিখামার দেখতে যায়। বিশেষত বিরল প্রজাতির মাছগুলো দেখতে তার খুব ভালো
লাগে। তার মামা বাংলাদেশের লুপ্তপ্রায় বিভিন্ন ধান নিয়েও গবেষণা করেন।ক) টেকসই উন্নয়ন
বাস্তবায়নে ঋজুর প্লান্টটির উপযোগিতা ব্যাখ্যা করো। ৩খ) ‘ঋজুর মামার
খামারটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক।’ বিশ্লেষণ করো। ৫৫. হালিম সাহেবের
একটি ফার্নিচার তৈরির কারখানা আছে। তিনি বন থেকে কাঠ কিনে কারখানায় নিয়ে আসেন। তার
১০ জন প্রশিক্ষিত কর্মচারী আছে। উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন
আসবাবপত্র তৈরি করেন। হালিম সাহেব নিজে তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে
দৃষ্টিনন্দন আসবাবপত্র তৈরি করে বিক্রি করেন।ক) উদ্দীপকে
হালিম সাহেবের উৎপাদন প্রতিষ্ঠানের প্রথম দুটি উৎপাদনের উপকরণ চিহ্নিত করে
ব্যাখ্যা করো। ৩খ) উদ্দীপকে
উৎপাদন প্রক্রিয়ায় হালিম সাহেবের ভূমিকা মূল্যায়ন করো। ৫৬. দৃশ্যপট ১:
শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সন্তান। অন্তরা শান্তার
সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায়। সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের
বাড়িতে বসবাস করে। দৃশ্যপট ২: পলি
তার দাদীকে সময়মতো ওষুধ খাওয়ায়। তার বোন কলি তার অফিসের কর্মকর্তাদের সাথে সুন্দর
করে কথা বলে। সবার সুবিধা-অসুবিধা শোনে। ক. শান্তা কোন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে
ব্যাখ্যা করো। ৩ খ. তুমি কি মনে
করো, পলি ও কলির আচরণে যে
উপাদানের পরিচয় পাওয়া যায় তা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ? বিশ্লেষণ করো। ৫
৭. সম্প্রতি
বিশ্ববাজারে অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। ইতোমধ্যে
সরকারের উচ্চপর্যায় থেকে নিয়মমাফিক লোডশেডিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের
সচেতনতামূলক কার্যক্রমের ফলে সকলে বিদ্যুতের সদ্ব্যবহারে খুবই সচেতন হয়েছে।
বিদ্যুতের অপচয় যাতে না হয় এ কারণে মানুষ এখন প্রয়োজনের বাইরে লাইট, ফ্যান, টিভি ইত্যাদি বন্ধ রাখে। ক. উদ্দীপকের
শেষোক্ত উক্তিটি টেকসই উন্নয়নে সহায়ক ব্যাখ্যা করো। ৩খ. বাংলাদেশের
ক্ষেত্রে উক্ত বিষয়ের প্রয়োজনীয়তা আছে কি? যুক্তিসহ তোমার মতামত ব্যক্ত করো। ৫