Monday, December 23
Shadow

জামিন পেলেন ন্যান্সি দম্পতি

ন্যান্সিনারী ও শিশু নির্যাতন মামলায় কণ্ঠশিল্পী ন্যান্সির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোণা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আলী মাসুদ শেখ এ আদেশ দেন।

এদিকে, ৬ সেপ্টেম্বর ন্যান্সির ছোটভাই সানির স্ত্রী শানু বাদি হয়ে নিজের স্বামী, ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের নামে নারী ও শিশু নিযার্তন আইনে নেত্রকোণা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

পরে স্ত্রীর করা মামলায় পুলিশ সানিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় এবং ন্যান্সি ও তার স্বামী উচ্চ আদালত থেকে জামিন পান।

এর আগে, উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার স্ব-শরীরে নেত্রকোণা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আগাম মুক্তির আবেদন করেন ন্যান্সি দম্পতি।

পরে কণ্ঠশিল্পী ন্যান্সি ও রাষ্ট্রপক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক শেষে বিচারক এ জামিন মঞ্জুর করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!