শাকিবের সঙ্গে অভিনয় করতে চান বিনীতা - Mati News
Friday, December 5

শাকিবের সঙ্গে অভিনয় করতে চান বিনীতা

বিনীতাকলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘মেম বউ’ খ্যাত অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। শুধু কলকাতাতেই নয়, বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত।

মুম্বাই ও কলকাতার পর এবার বিনীতার লক্ষ্য বাংলাদেশ; এমনকি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নাকি তার ভীষণ পছন্দ।

এবেলাকে বিনীতা বলেন, বাংলাদেশের ছবিতে কাজ করতে চাই। আমি শাকিব খানের সঙ্গে ২০১৪ সালে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম। ওর সঙ্গে ছবিতে কাজ করতে চাই।

বিনীতার এই ইচ্ছা দ্রুত পূরণ হতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিনীতা জানান, বাংলাদেশের বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ নিয়ে কথা চলছে তার।

অভিনয় তো বটেই, সাংবাদিকতা, শিক্ষকতার পাশাপাশি উপস্থাপনাতেও দক্ষতা রয়েছে  জনপ্রিয় এই অভিনেত্রীর। এছাড়া বলিউডের রথি-মহারথীদের সঙ্গেও পারফর্ম করার অভিজ্ঞতাও রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *