নায়ক শাকিব খান যে জ্বরে ভুগছিলেন এই খবর ‘শাহেনশাহ’ ছবির মহরতের দিনই টের পাওয়া গেছে। সেদিন তিনি জানান, শরীরটা ভীষণ খারাপ তাঁর। জ্বর যেন ছাড়ছেই না। তাই তো অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যান। মহরতের পর শাকিবের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এখন শাকিবের শারীরিক অবস্থা যখন উন্নতির দিকে, ঠিক তখন জ্বরে আক্রান্ত হন ছবির নায়িকা রোদেলা জান্নাত। চার দিন জ্বরে আক্রান্ত ছিলেন সংবাদ উপস্থাপক থেকে নায়িকা বনে যাওয়া রোদেলা। এদিকে শুটিং-পূর্ববর্তী কিছু কাজ পুরোপুরি গোছানো সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এটাকে শুরুতে ধাক্কা মনে করছেন নবাগত এই নায়িকা।
‘শাহেনশাহ’ ছবির নায়িকা রোদেলা জান্নাত শুরুতে ধাক্কা খাওয়ার বিষয় নিয়ে মোটেও বিচলিত নন। ছবির ক্ষেত্রে তিনি বরং একে শুভ লক্ষণ হিসেবেই মনে করছেন। তাঁর মতে, ‘এক দিক দিয়ে ভালোই হলো। আমিও নিজেকে চরিত্রটির জন্য নিজেকে আরও ভালোভাবে তৈরি করার সময় পাচ্ছি। যত সময় পাব, ততই নিজেকে উন্নয়নের সুযোগ পাব। এটা অবশ্যই শুভ লক্ষণ ছাড়া আর কিছুই না।’
শুটিংয়ের দিনক্ষণ সবই চূড়ান্ত ছিল। ১১ সেপ্টেম্বর কক্সবাজারে ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরুর কথা। ঢাকার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজনে হয় মহরত অনুষ্ঠানও। সেখানে ছবিটি নিয়ে বিস্তারিত জানান প্রযোজক, পরিচালক ও নায়ক-নায়িকারা।
পড়াশোনার পাশাপাশি এক সময় এশিয়ান টেলিভিশনে সংবাদ উপস্থাপন করতেন রোদেলা জান্নাত। বছরখানেক আগে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছেন। এখন মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে বিজনেস আইটি বিষয়ে গবেষণা করছেন। এদিকে ছবির কাজ দেরিতে শুরু হওয়ায় বিপাকে পড়েছেন পড়াশোনা নিয়ে। গবেষণাপত্র জমা দেওয়ার জন্য মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও আপাতত যেতে পারছেন না। আজ শনিবার রোদেলা বলেন, ‘ভালোই বিপদে আছি। গবেষণার কাগজপত্র জমা দিতে হবে। কবে দেব, কিছুই বুঝতে পারছি না। শুটিং শুরুর আগে বিপদে আছি। তবে সঠিক সময়ে যদি শুটিং শুরু করতে পারতাম, তাহলে সপ্তাহখানেকের জন্য গিয়ে কাজ শেষ করে ফিরে আসতে পারতাম।’
‘শাহেনশাহ’ ছবির শুটিং কবে শুরু হবে? রোদেলা বলেন, ‘শুনেছি ১৯ সেপ্টেম্বর থেকে একটা পরিকল্পনা পরিচালক শামীম আহমেদ রনি করেছেন। দেখা যাক, শুরু না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছুই বলতে পারছি না।’
শুটিং শুরু না হলে নায়ক শাকিব খানের সঙ্গে নিয়মিতই যোগাযোগ আছে বলে জানান। শাকিব খানের কাছ থেকে চলচ্চিত্রের কিছু কৌশল শিখতে পারছেন। রোদেলা বলেন, ‘স্যারের (শাকিব খান) সঙ্গে আজ সকালেও কথা হলো। কী করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, এসব নিয়ে বলেছেন। আমিও সবকিছু শুনছি। মেনে চলার চেষ্টা করছি।’
‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের আরেক নায়িকা নুসরাত ফারিয়া। প্রথম ছবিতে আরেকজন নায়িকার সঙ্গে কাজ করার ব্যাপারটিকে ইতিবাচক বলে মনে করছেন রোদেলা। তিনি বলেন, ‘নুসরাত ফারিয়াকে আমার অনেক ভালো লাগে। প্রথম সিনেমায় অভিনয় জানা একজন নায়িকাকে আমার সঙ্গে পাচ্ছি, এটা নিঃসন্দেহে অনেক আনন্দের। তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় কাজ করছেন, এতে তাঁর অভিজ্ঞতা বেড়েছে। তাঁর সঙ্গে যতবার কথা হয়েছে, আমাকে নানাভাবে উৎসাহ দিয়েছেন। একজন সিনিয়র আর্টিস্ট সঙ্গে থাকলে সুবিধা বেশি, তা বুঝতে পারছি।’