class="post-template-default single single-post postid-48151 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

Delhi Travel Destinations: Majestic Escapades

Cool weekend getaways from Delhi where you can have a good time with your family, friends, or someone special

By Nusrat Jahan Nisha

Delhi is an amazing place to visit during the winter season. With heritage sights, busy marketplaces, and delicious food, Delhi has something for every traveler. However, it is also one of the most crowded cities in India. So head to these destinations, all within 300 km from the city, for a calming escape.

 

Travel Delhi
Travel Uttarakhand Photo Rishu Bhosale, Pexels

Mussoorie, Uttarakhand

Located about 280 km from Delhi, Mussoorie is nestled in the foothills of the Himalayan Range. Home to five grand waterfalls – Mossy Falls, Hardy Falls, Company Khud, Bhatta Falls, and Kempty – it is widely known as the ‘queen of hills. Visit the Mussoorie Lake for a picnic or Mussoorie’s highest point, Lal Tibba, for views of the snow-capped Himalayan range. However, the center of all tourist attractions in Mussoorie is around Mall Road. People come here to shop, roam and have delicious Tibetan food.

 

Where to stay: Strategically located at the height of approximately 7,000 feet, Jaypee Residency Manor offers spectacular views, unbridled luxury, exceptional service, and an uninterrupted encounter with nature. JW Marriott is also a worthy option.

 

 

Jim Corbett, Uttarakhand

Established as India’s first national park on August 8, 1936, the Jim Corbett National Park has one of the highest densities of tigers in India. Leopards, Asian elephants, and different species of deer are other mammals found here. Originally christened the Hailey National Park after Sir Malcolm Hailey, it was later renamed the Ramganga National Park; but was finally named in the honor of famous local conservationist Jim Corbett after his death in 1953. Tourists are not allowed to have a walk inside the park, but they are allowed to go trekking around the park, only with a guide. Jeeps Safari is the most convenient way to travel within Corbett national park, and can be rented for the park trips from Ramnagar.

 

Where to stay: Aahana The Corbet Wilderness is considered one of the most luxurious addresses of Corbett. It touches the forests of Corbett National Park along its entire length on the north-eastern boundary. The Khara Gate of the Jhirna Range of CTR is in its close proximity. Another great option can be The Golden Tusk. Situated in the neighbourhood of Ramnagar, the resort resides on the edge of the forest reserve and is just a 5-minute drive away from the Jhirna and Dhela Safari zones. Lavishly furnished suites, villas and luxury tents are the stay options here.

 

 

 

Travel Delhi
Travel Joypur Rajsthan, Photo by Parv Choudhary, Pexels

Jaipur, Rajasthan

Glorious palaces, Sumptuous fortresses and restored havelis, the Pink City of Jaipur is a place for history and architecture buffs. Take an elephant ride to Amer Fort, a UNESCO World Heritage Site known for its blend of Rajput and Hindu architectural styles. Hike to the adjoining Jaigarh Fort to see its large cannon foundry, and then take a ride to explore the sprawling fortress of Nahargarh, Jal Mahal, Albert Hall Museum, Kanak Ghaati and Vrindavan Gardens. Don’t forget to treat yourself to a delectable, traditional Rajasthani platter at Chokhi Dhani.

 

Where to stay: Alsisar Haveli is one of Jaipur’s most famous heritage hotels known for its regal architecture and magnificent hospitality. Once a Rajput residence, it was converted into a

hotel only in 1994.

 

Travel delhi
travel agra Photo by Mahid, Pexels

Agra, Uttar Pradesh

A former capital of Mughal Empire, Agra is also called the ‘City of Love’ and exudes an old-world charm. While the Taj Mahal is undoubtedly the biggest attraction, Agra Fort, Sikandra Fort, Jahangir’s Palace, and Akbar’s Mausoleum are a few other monuments that are worth exploring. The city is a great destination for foodies to sample some delicious fare, including the famous Agra petha and flavourful chaat and lassi.

 

 

Where to stay: Taj Hotel and Convention Centre has 239 plush rooms, including 12 lavish suites and one presidential suite. A refreshing rooftop infinity pool with magical views of the Taj, an invigorating spa and a buzzing fitness centre are at hand to rejuvenate every guest. There is also an abundance of dining options to delight the epicurean. The Oberoi Amarvilas is another great option.

 

Three Travel Destinations: London to Bristol | Dubai to Sharjah | Doha to Amman

Travel to Bora Bora : A romantic travel destination

Travel Norway of Arabia : A protectorate of Northern Oman

Travel to Machu Picchu : the lost city of Incas

শ্রীমঙ্গলের ইকো রিসোর্ট লিচিবাড়ি ইকো রিসোর্ট : ইকো রিসোর্টের ভাড়া ও বিস্তারিত

 

দিল্লিতে ঘুরে বেড়াবেন কোথায়

দিল্লিতে বেড়াতে গেলে ঘুরে আসার মতো কিছু জায়গার কথা বলবো এবার। যেখানে বেড়াতে যেতে পারেন পরিবার, বন্ধু কিংবা বিশেষ কারোর সঙ্গে।

 

শীতের মৌসুমে ঘুরে বেড়াতে দিল্লির তুলনা হয় না। ঐতিহ্যবাহী স্থান, ব্যস্ত হাটবাজার ও মজার সব খাবার; সব ভ্রমণচারীর জন্যই কিছু না কিছু আছে দিল্লিতে। ভারতের সবচেয়ে জনবহুল শহরও এটি। তাই নিরিবিলিতে খানিকটা গা ঢাকা দিতে চাইলে শহরের আশপাশের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা জায়গাগুলো থেকে ঘুরে আসতে পারেন।

 

মুসৌরি, উত্তরাখন্ড

দিল্লি থেকে ২৮০ কিলোমিটার দূরে এটি। হিমালয় পর্বতমালার পাদদেশ ঘেঁষে ঘাপটি মেরে আছে মুসৌরি। এখানে পাবেন পাঁচটি সুবিশাল ঝরনা- মসি ঝরনা, হারডি ফলস, কম্পানি খুড়, ভাট্টা ফলস ও কেম্পটি। জায়গাটা ‘পাহাড়ের রানী’ নামেই বেশি পরিচিত। পিকনিক করতে চাইলে মুসৌরি লেকে চলে যান। কিংবা যেতে পারেন মুসৌরির সবচেয়ে উঁচু স্থান লাল তিব্বায়। সেখান থেকে তুষারে ঢাকা হিমালয়ের চূড়া দেখে বিমোহিত হবেন। তথাপি মুসৌরির পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রে আছে মল রোড ও তার আশপাশের এলাকা। লোকে এখানে বেড়াতে আসে কেনাকাটা করতে। তারা এখানে ঘুরে বেড়ায় ও মজার সব তিব্বতীয় খাবার খায়।

 

কোথায় থাকবেন : ভূপৃষ্ঠ থেকে ৭০০০ ফুট উঁচুতে আছে জয়পি রেসিডেন্সি ম্যানর। সেখান থেকে উপভোগ করতে পারবেন চোখ ধাঁধানো সৌন্দর্য। আছে বিলাসিতার চূড়ান্ত, অনবদ্য সেবা আর প্রকৃতির সঙ্গে নির্ঝঞ্ছাট দেখাসাক্ষাৎ। জেডাব্লিউ ম্যারিয়টও কিন্তু থাকার জন্য চমৎকার জায়গা।

 

জিম করবেট, উত্তরাখন্ড

১৯৩৬ সালের ৮ আগস্ট ভারতের প্রথম জাতীয় উদ্যান হিসেবে এটি গড়ে তোলা হয়। ভারতের সবচেয়ে বেশি বাঘের আবাস এই জিম করবেট ন্যাশনাল পার্কে। অন্যান্য স্তন্যপায়ীর মধ্যে চিতাবাঘ, এশিয়ান হাতি ও নানা প্রজাতির হরিণ রয়েছে এখানে। প্রথমদিকে স্যার ম্যালকম হেইলির নামে এর নাম রাখা হয়েছিল হেইলি ন্যাশনাল পার্ক। পরে আবার নাম রাখা হয় রামগঙ্গা ন্যাশনাল পার্ক। পরে স্থানীয় পরিবেশ সংরক্ষণকর্মী জিম করবেটের সম্মানে (মারা যান ১৯৫৩ সালে) এর নতুন নামকরণ হয়। পার্কের ভেতর হাঁটার অনুমতি নেই পর্যটকদের। তবে পার্কের চারপাশে গাইডের সঙ্গে ট্রেকিং করতে পারবেন। করবেট ন্যাশনাল পার্ক ঘুরেফিরে দেখতে জিপ সাফারিটাই সবচেয়ে ভালো বুদ্ধি। রামনগর থেকে পার্ক ট্রিপের জন্য ভাড়া নিতে পারবেন জিপ।

 

কোথায় থাকবেন : করবেটের সবচেয়ে বিলাসি স্থান হিসেবে খ্যাতি আছে অহনা দ্য করবেট ওয়াইলডারনেস-এর। করবেট ন্যাশনাল পার্ক-এর জঙ্গল ঘেঁষে থাকা আবাসস্থলটি পার্কের গোটা উত্তর-পূর্ব অংশ জুড়ে ছড়িয়ে আছে। সিটিআর-এর ঝিরনা রেঞ্জের খারা গেইটটিও এর কাছাকাছি। এর আরেক বড় আকর্ষণ হলো দ্য গোল্ডেন টাস্ক। রামনগরের পাশে থাকা রিসোর্টটি রিজার্ভ ফরেস্টের কিনারা ঘেঁষে আছে এবং ঝিরনা ও ঢেলা সাফারি জোন থেকে গাড়িতে মাত্র ৫ মিনিটের পথ। এখানে থাকার জন্য আছে চমৎকার গোছালো সুইট, ভিলা ও বিলাসি তাঁবু।

 

জয়পুর, রাজস্থান

গৌরবান্বিত প্রাসাদ, ঐশ্বর্যমণ্ডিত দুর্গ ও সংষ্কার করা হাভেলি; ইতিহাস ও স্থাপত্যকলায় যারা গুণমুগ্ধ, তাদের জন্য মোক্ষম স্থান জয়পুরের পিংক সিটি। হাতিতে চড়ে অমর দুর্গে যেতে পারেন। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। রাজপুত ও হিন্দু স্থাপত্যকলার মিশ্রণে নির্মিত এ দুর্গটি বেশ বিখ্যাত। পাশেই থাকা জয়গড় দুর্গ গিয়ে দেখে আসতে পারেন এর অতিকায় কামান কারখানা। এরপর ঘুরে আসুন নাহারগড়ের বিস্তৃত দুর্গের সারি। আছে জলমহল, আলবার্ট হল মিউজিয়াম, কনক ঘাঁটি ও বৃন্দাবন বাগান। চোকি ধানিতে গিয়ে ঐতিহ্যবাহী সুস্বাদু কোনো খাবার চেখে দেখতে ভুলবেন না যেন।

 

কোথায় থাকবেন : জয়পুরের জনপ্রিয় ঐতিহ্যবাহী হোটেলগুলোর মধ্যে আলসিসার হাভেলি অন্যতম। এর স্থাপত্যকলায় পাবেন রাজোচিত ভাব, রয়েছে জমকালো আতিথেয়তা। একসময়কার রাজপুত বাসভবনটিকে হোটেলে রূপান্তর করা হয়েছিল ১৯৯৪ সালে।

 

আগ্রা, উত্তর প্রদেশ

মুঘল সাম্রাজ্যের সাবেক রাজধানী আগ্রা। ‘প্রেমের শহর’ও বলে অনেকে। পুরনো দিনের নির্যাস ছড়ায় এ শহর। সন্দেহাতীতভাবে তাজমহলই এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। তবে এর বাইরে ঘুরে দেখার মতো এখানে আছে আগ্রা দুর্গ, সিকান্দ্রা দুর্গ, জাহাঙ্গিরের প্রাসাদ ও আকবরের সমাধি। ভোজনরসিকদের জন্যেও এ শহরে আছে সুস্বাদু কিছু আয়োজন। যে তালিকায় আছে জনপ্রিয় আগ্রা পেথা, মশলাদার চাট ও লাচ্ছি।

 

কোথায় থাকবেন : ২৩৯টি বিলাসি কক্ষ আছে তাজ হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে। আছে ১২টি বিলাসি সুইটস। একটি প্রেসিডেনসিয়াল সুইটও আছে। ছাদে আছে মনোমুগ্ধকর ইনফিনিটি পুল। যেখান থেকে তাজের একটি মোহনীয় দৃশ্য দেখতে পাবেন। আছে একটি প্রশান্তিদায়ক স্পা ও শশব্যস্ত ফিটনেস সেন্টার। অতিথিরা যেখানে ঘাম ঝরিয়ে নিজেদের সতেজ করে তুলতে পারবেন। প্রমোদপ্রেমীদের উৎফুল্ল রাখতে খাবারের তালিকায় আছে প্রাচুর্য। থাকার জন্য আরেকটি চমৎকার অপশন হলো ওবেরয় অমরভিলা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!