Monday, December 23
Shadow

রঙের শাড়ি : বছর শেষের SALE

শেষ হয়ে আসছে বছর। বছরের এই শেষ সময়ে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ নিয়ে এসেছে এক নতুন অফার- বছর শেষের SALE ।

রঙের শাড়ি ১

বছরের হিসেব বছরেরই রাখার ভাবনা ও নতুন বছরে নতুন আয়োজন নিয়ে আসার প্রত্যয়ে এই অফার এনেছে রঙ বাংলাদেশ। ক্রেতারা পুরো বছরের সব ধরণের উদ্বৃত্ত দলছুট সামগ্রী পাবেন সবার ক্রয় সাধ্যের মধ্যে। এই অফারে ৩০%- ৫০%- ৭০% পর্যন্ত সাশ্রয়ী দামে পাওয়া যাবে বাছাইকৃত এই নির্দিষ্ট সামগ্রী। আগামী সময়ের নিজস্ব বা উপহারের কেনাকাটার প্রয়োজন মেটাতে ক্রেতাদের জন্যে এ এক দারুণ সুযোগ।

রঙের শাড়ি

কেনা যাবে রঙ বাংলাদেশ এর নারায়ণগঞ্জ, খুলনা, সীমান্ত স্কয়ার-ঢাকা, কিশোরগঞ্জ এবং মাদারীপুর আউটলেট থেকে অথবা অনলাইনে ওয়েবসাইট ও ফেসবুক  পেজে অর্ডারের মাধ্যমে।

রঙের শাড়ি

রঙের SALE অফারের মাধ্যমে পণ্য ক্রয়ে ভিজিট করুন : www.rang-bd.com ।

আছে হোম ডেলিভারীর সুবিধা, আপনার অর্ডার করা ‘রঙ বাংলাদেশ’ এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌছে যাবে আপনার ঘরে। যেকোন প্রয়োজনে ফোন/ হোয়াটস অ্যাপে রয়েছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে।

রঙ বাংলাদেশ এর-বছর শেষের SALE অফারটি চলবে আগামী ১লা নভেম্বর হতে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!