হৃদয়ের যত্ন নিও - Mati News
Friday, December 5

হৃদয়ের যত্ন নিও

জলের অভাবে মরতে বসা ছাদের ফুল গাছটার মতো একটু নিজের হৃদয়ের যত্ন নিও। আব্বার পাঞ্জাবির পকেট গলিয়ে পড়া খুঁচরা পঁয়শা তুলে মাটির ব্যাংকে সঞ্চয় করার মতো বুকের ভিতরে অনুভূতি সঞ্চয় করো। মায়ের যে দুঃখ আছে সে দুঃখ যেমন বিশ্বাস করো তেমন করে বিশ্বাস করো চিরকাল কেউ কাঙাল থাকে না। সবার একখান মানুষ হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ংকর খুনির শুষ্ক ঠোঁটেও কোনএক নারী কাঁপা কাঁপা আবেগ নিয়ে চুমু খায়, রাতের রানী নিশিকন্যাকেও দারুণ প্রেম নিয়ে জড়িয়ে ধরে কোন এক যুবক।

মনের দরজায় তুমি যে তালা লাগিয়েছো, তোমার চারপাশে তৈরী করেছে যে অভিমানের দেওয়াল, অনেকদিন খুলোনি বলে মাকড়সা ছোটোখাটো একটা সংসার পেতে বসেছে যে জানালায়। ওই দরজার সামনে কেউ একজন বিশ্বাস নিয়ে কড়া নাড়বে, ওই দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়ে হু-হু করে ঢুকে যাবে তোমার মনের এফোঁড়ওফোঁড় প্রেম নিয়ে, ওই জানালা খুলে তোমাকে দেখাবে নতুন ভোর।

একদিন একটা মানুষ তোমারও হবে। ও তোমার সব গোপন জেনে নিবে, চুমু খাবে তোমার প্রতিটি গোপন ক্ষততে। দুঃস্বপ্ন দেখে মাঝ রাত্তিরে ঘুম ভেঙে গেলে সে তোমার বুক হবে, চোখের নিচের কালো দাগ মুছে দিতে সে তোমার আদর হবে। গোটা পৃথিবীর পিছনে ফেলে সে হাঁটুগেড়ে বসে থাকবে তোমার পাশে। আমার কাউকে লাগবে না বলে জেদ ধরা তোমার ওই জেদকে তুলোর মতো উড়িয়ে দিয়ে সে এমনভাবে চাইবে তোমায়, যেন তোমাকে চাওয়া ছাড়া, পাওয়া ছাড়া তার আর কোন স্বপ্ন নাই, ইচ্ছে নাই, লক্ষ নাই।

নিজের মনের যত্ন নাও। ওরকম একটা মানুষের জন্য হলেও নিজের মনের যত্ন নাও। ওই মানুষটা জীবনে এলেই তোমার সব দুঃখগুলো সুখ হবে, তুমি আবার ভরসা করবে, তুমি আবার প্রেমে পড়বে, তুমি আবার ভালোবাসবে। ওই মানুষের ভালোবাসা তোমাকে আবার বলতে বাধ্য করবে, জীবন এত ছোটো কেনো?…

সোহানা খানের ফেসবুক থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *