![মেয়েটি প্রতিরাতে যে কারণে তার বেডরুম এলোমেলো করে রাখে (ভিডিওসহ)](https://matinews.com/wp-content/uploads/2022/08/maxresdefault-780x440.jpg)
মেয়েটি প্রতিরাতে যে কারণে তার বেডরুম এলোমেলো করে রাখে (ভিডিওসহ)
ছোট্ট মেয়ে বিন্তি। বয়স কতই বা। এই সাত আট।এই টুকুন বয়সেই অনেক কাজ করে সে। বারান্দায় ফুল গাছে পানি দেয়। সময়মতো পড়তে বসে। সময়মতো খায়। মোটকথা, বিন্তি চলে একদম রুটিনমতো।
বিন্তির ভাই-বোন নেই। সে থাকে এক চাচার বাসায়। চাচা অনেক ব্যস্ত। ফোনে সারাদিন তার ব্যবসার আলাপ করতে হয়। ( বাংলা নতুন নাটক বাংলা শর্ট ফিল্ম )
চাচা এসে বিন্তির কিছু খোঁজ খবর নেন। তবে বিন্তির সঙ্গে কথা বলা বা খেলার সময় তার নেই। বিন্তি নিজের মতো করে বই পড়ে, অঙক করে। পড়া শেষে বই খাতা গুছিয়েও রাখে।
কিন্তু প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে কিছু অদ্ভুত কাজ করে বিন্তি।
প্রথমে সে আলমারি থেকে তার একটা জামা বের করে পড়ার টেবিলে রেখে দেয়।
এরপর তার এক পাটি জুতো এনে রাখে ঘরের মেঝেতে।
তারপর চুপটি করে কিছুক্ষণ বিছানায় বসে থাকে। এরপর আবার উঠে তার পড়ার টেবিল এলো মেলো করে দেয়। তারপর একটা পুতুল রেখে দেয় (একটা কিছুর ওপর)।
অন...